গাজীপুরে দুই মহাসড়কে রাতভর যানবাহনের ধীরগতি, সকাল থেকে অনেকটা ফাঁকা
Published: 30th, March 2025 GMT
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। এ কারণে গতকাল শনিবার রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ ছিল। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। তবে আজ রোববার সকাল থেকে মহাসড়ক অনেকটা ফাঁকা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের শিল্পকারখানা শনিবার বিকেলের মধ্যে ছুটি হয়েছে। তবে এবার কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি হওয়ায় মহাসড়কে একসঙ্গে চাপ কম পড়েছে। এ ছাড়া অধিকাংশ কারখানা ১০ দিন ছুটি হওয়ায় শ্রমিকেরা বাড়ি ফিরতে তাড়াহুড়ো করেননি। ইতিমধ্যে জনবহুল গাজীপুর অনেকটা ফাঁকা হয়ে গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতে একযোগে বিপুলসংখ্যক মানুষ বাড়ির উদ্দেশে রওনা হন। এতে মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড, কলেজগেট, চেরাগআলী, বোর্ডবাজার, চৌরাস্তা এলাকায় যানবাহনের ব্যাপক চাপ দেখা যায়। অপর দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার থেকে চন্দ্রা হয়ে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত ও নবীনগর-চন্দ্রা রোডের চক্রবর্তী এলাকা পর্যন্ত যানবাহনের চাপ ছিল। দীর্ঘ সময় চন্দ্রা এলাকায় যানজটের কবলে পড়েন যাত্রীরা। তবে সাহ্রির পর থেকে মহাসড়ক অনেকটা ফাঁকা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও চন্দ্র এলাকার অতিরিক্ত যাত্রীর কারণে যানবাহনের কিছুটা জটলা রয়েছে। রোববার সকাল ৯টায়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার।
এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।