লক্ষ্মীপুরে ১১ গ্রামে আগাম ঈদ উদযাপন
Published: 30th, March 2025 GMT
সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করেছে লক্ষ্মীপুরের ১১ গ্রামের মানুষ।
রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ঈদের নামাজ আদায় করেন শতাধিক মুসল্লি। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
এছাড়া রামগঞ্জ উপজেলার ৪টি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। এছাড়া ও এসব গ্রামের মুসল্লীরা পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
উল্লেখ্য, মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লীরা গত ৪৫ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
ঢাকা/লিটন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেকহ্যামের জন্মদিনে মেসি-আন্তোনেলার ঝলমলে উপস্থিতি
ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে তারকাদের মেলা বসেছিল। তবে সেই অনুষ্ঠানে আলো কেড়ে নিয়েছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
ইন্টার মায়ামির মালিক ও সাবেক ইংলিশ তারকা বেকহ্যামের এই বিশেষ আয়োজনে অতিথি ছিলেন তার ক্লাবের তারকা খেলোয়াড়রাও। মেসির পাশাপাশি যোগ দেন তার সতীর্থ সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ। এছাড়াও আমন্ত্রিত ছিলেন ক্রীড়া জগতের অন্যান্য কিংবদন্তিরা, যার মধ্যে ছিলেন সাতবারের সুপার বোল জয়ী টম ব্র্যাডি এবং চারবারের এনবিএ চ্যাম্পিয়ন শাকিল ও'নিল।
বেকহ্যাম তার ইনস্টাগ্রামে পার্টির কিছু ছবি শেয়ার করে লেখেন, ‘আমি আগেভাগেই উদযাপন শুরু করলাম। মায়ামিতে দারুণ এক রাত কাটল। অসাধারণ বন্ধু ও পরিবারের সঙ্গে ৫০ বছর উদযাপন শুরু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’
তবে মেসি ও তার স্ত্রী আন্তোনেলা সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি সাড়া ফেলেন। সবুজ রঙের সুন্দর গাউনে হাজির হয়ে আন্তোনেলা নজর কাড়েন অতিথি ও ভক্তদের। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে কেবল একটি সবুজ হৃদয়ের ইমোজিই দিয়েছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়।
বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া আন্তোনেলার পোশাকের প্রশংসা করে লিখেছেন, ‘তোমাকে এই পোশাকে অসাধারণ লাগছে, অনেক ভালোবাসা।’
ব্রাজিলিয়ান গায়িকা ও অভিনেত্রী জিউলিয়া মন্তব্য করেছেন, ‘অসাধারণ!’
অন্যদিকে, রোমারেই ভেনচুরা (জর্ডি আলবার স্ত্রী) চারটি ইমোজি পাঠান এবং সার্জিও বুসকেটসের স্ত্রী এলেনা গালেরা তিনটি হৃদয়ের ইমোজি দেন। এমনকি জনপ্রিয় লাতিন সংগীতশিল্পী বেকি জি মন্তব্য করেন, ‘মামি!’
জন্মদিনের এই পার্টির পর ইন্টার মায়ামি এখন মেজর লিগ সকারের মাঠে ফিরবে। বর্তমানে তারা ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানে রয়েছে। তবে মাঠের লড়াইয়ের আগে বেকহ্যামের জন্মদিনের এই বিশেষ রাত ফুটবলপ্রেমীদের মনে দারুণ এক স্মৃতি হয়ে থাকবে।