নেত্রকোনায় উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি
Published: 30th, March 2025 GMT
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এনে জেলা ছাত্রদলের সহসভাপতি শামসুল হুদা স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশারফ ওরফে মাসুম বিল্লাহ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল রহমান ওরফে আরিফ মোড়ল।
দলীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ওই দুই নেতা বিভিন্ন সময় দলীয় প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে সুবিধা আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁরা সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুর ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ আছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শনিবার তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের ওই দুই নেতার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশারফ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল রহমানের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দলের সিদ্ধান্ত মোতাবেক তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পারভেজ মোশারফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। আর আরিফুল রহমান ফোন ধরেননি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে টাকা লুটের অভিযোগ
রাজবাড়ীতে নিজ ঘরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামের একটি বাড়ি থেকে ওই গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
মারা যাওয়া গৃহবধূর নাম সালমা খাতুন (২৫)। তিনি হাউলি জয়পুর গ্রামের সৌদি আরবপ্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী। তাঁর সাদিক মল্লিক নামে ছয় বছর বয়সী এক ছেলে ও সিনহা নামে সাড়ে চার বছর বয়সী এক মেয়ে রয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সালমার শ্বশুরবাড়িতে দেখা যায়, স্বজনসহ এলাকাবাসী বাড়িতে ভিড় করেছেন। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।
নিহত সালমা খাতুন