কত টাকায় বেলুনে চড়ে সূর্যোদয় দেখলাম
Published: 30th, March 2025 GMT
তুর্কি ভদ্রলোকের ইংরেজিটা শোনায় অন্য কোনো ভাষার মতো। মুখ গোমড়া করে তিনি যা বললেন, সেখান থেকে একটি বাক্য আর কয়েকটি শব্দ কমন পড়ল।
‘আই অ্যাম সরি।...বেলুন...ওয়েদার...ক্যানসেল...’ ইত্যাদি।
বলে কী!
তাহলে আমরা যে ঢাকা থেকে এই সুদূর কাপাডোকিয়ায় উড়ে এলাম প্রায় ৩৪ ঘণ্টার লম্বা সফর করে শুধু বেলুনে চড়ব বলে, তার কী হবে!
মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রায় ভোর পাঁচটায় উঠে তৈরি হয়েছি। তা–ও কি যেনতেন প্রস্তুতি? ইনার পরো রে, সোয়েটার পরো রে, তার ওপর জ্যাকেট পরো রে। সঙ্গে হাতমোজা, পা–মোজা, কানটুপি, নাকটুপি…
দুই মাস ধরে বেলুন রাইডের শ খানেক ভিডিও দেখে দেখে কল্পনার বেলুনে বাতাস দিয়েছি।
সব বৃথা?
সূর্য উঠতে না উঠতেই আকাশে ওড়ে শতাধিক বেলুন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অভিনেতার মরদেহ উদ্ধার
‘তারক মেহতা কা উল্টা চশমা’খ্যাত অভিনেতা ললিত মনচন্দার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) উত্তর প্রদেশের মেরুটের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৩৬ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ললিতের মরদেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর খবর রটেছে, আত্মহত্যা করেছেন ললিত। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। আবার প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহজনক কোনো কিছু পায়নি।
আরো পড়ুন:
অক্ষয়ের নতুন সিনেমার কী হালচাল?
মা-বাবা হলেন তারকা দম্পতি
টিভি শোয়ের পাশাপাশি বেশ কিছু বলিউড সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ললিত। ইদানীং ওয়েব সিরিজেও কাজ করেছেন। তবে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছিলেন ললিত। ফলে, ৬ মাস আগে পরিবার নিয়ে মুম্বাই থেকে মেরুটে চলে যান।
ঢাকা/শান্ত