এক্স সত্যিই কি বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক
Published: 30th, March 2025 GMT
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আলোচিত মাইক্রোব্লগিং সাইট এক্স বিক্রির ঘোষণা দিয়েছেন। এক্সের পূর্বনাম ছিল টুইটার। টুইটার কিনে নিয়ে ইলন মাস্ক এক্স নামকরণ করেন। ইলন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সকে বিক্রির ঘোষণা নিয়ে সবাইকে চমকে দিয়েছেন। যে এক্স নিয়ে তার এত প্রভাব, তা কেন বিক্রি করছেন তা নিয়ে ইন্টারনেট দুনিয়া চমকে যায়। বাস্তবতা হচ্ছে ইলন মাস্ক এক্স বিক্রি করলেও তা আসলে ইলন নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআইয়ের কাছেই বিক্রি করেছেন ইলন। এবার বিক্রির সময় প্রায় ৩ হাজার ৩০০ কোটি ডলারের অল-স্টক চুক্তিতে বিক্রি করেছেন ইলন মাস্ক।
এক্স ও এক্সএআই দুটি কোম্পানিই ইলন মাস্কের ব্যক্তিগত মালিকানাধীন। মাস্ক এক্সের একটি পোস্টে লিখেছেন, এই পদক্ষেপ এক্সএআইয়ের উন্নত এআই ক্ষমতা ও দক্ষতার সঙ্গে এক্সকে যুক্ত করে বিশাল সম্ভাবনা উন্মোচন করবে। এই চুক্তি অনুসারে এক্সএআইয়ের মূল্য আট হাজার কোটি ডলার ও এক্সের মূল্য ৩ হাজার ৩০০ কোটি ডলার নির্ধারণ করে।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক এখন মার্কিন রাজনীতিতে বেশ আলোচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কর্মরত মাস্ক ২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার সাইটটি কিনেছিলেন। তখন কর্মীদের ছাঁটাই করা থেকে শুরু করে ঘৃণ্য বক্তব্য, ভুল তথ্য ও ব্যবহারকারী যাচাইকরণের নীতি পরিবর্তন করে আলোচনায় আসেন ইলন। পরবর্তী সময়ে টুইটারের নাম পরিবর্তন করে এক্স রাখেন। তার এক বছর পর এক্সএআই চালু করেন। মাস্ক এক্সের বিষয়ে লিখেছেন, ‘এক্সএআই ও এক্সের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত। ডেটা, মডেল, কম্পিউট করার শক্তি থেকে শুরু করে তথ্য বিতরণ ও কর্মীদের একত্র করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এই সম্পর্ক এক্সএআইয়ের উন্নত এআই ক্ষমতা ও দক্ষতার সঙ্গে এক্সের বিশাল সম্ভাবনা উন্মোচন করবে। সত্য অনুসন্ধান ও জ্ঞানে অগ্রগতি আমাদের মূল মিশন। তার দিকে খেয়াল রেখে সম্মিলিতভাবে দুই কোম্পানি কোটি কোটি মানুষকে আরও স্মার্ট ও অর্থবহ অভিজ্ঞতা প্রদান করবে।’
নতুন এই পদক্ষেপ এক্স ব্যবহারকারীদের জন্য কোনো পরিবর্তন আনবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এক্সএআই ইতিমধ্যে তার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এক্স ব্যবহারকারীদের পোস্ট থেকে ডেটা ব্যবহার করছে। এক্স ব্যবহারকারীরা এক্সএআইয়ের এআই চ্যাটবট গ্রোক বেশ কয়েক মাস ধরে ব্যবহার করছেন।
সূত্র: রয়টার্স
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম স ক এক স ইলন ম স ক ব যবহ র ট ইট র এক স ব এক স র ন ইলন
এছাড়াও পড়ুন:
এক্স সত্যিই কি বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আলোচিত মাইক্রোব্লগিং সাইট এক্স বিক্রির ঘোষণা দিয়েছেন। এক্সের পূর্বনাম ছিল টুইটার। টুইটার কিনে নিয়ে ইলন মাস্ক এক্স নামকরণ করেন। ইলন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সকে বিক্রির ঘোষণা নিয়ে সবাইকে চমকে দিয়েছেন। যে এক্স নিয়ে তার এত প্রভাব, তা কেন বিক্রি করছেন তা নিয়ে ইন্টারনেট দুনিয়া চমকে যায়। বাস্তবতা হচ্ছে ইলন মাস্ক এক্স বিক্রি করলেও তা আসলে ইলন নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআইয়ের কাছেই বিক্রি করেছেন ইলন। এবার বিক্রির সময় প্রায় ৩ হাজার ৩০০ কোটি ডলারের অল-স্টক চুক্তিতে বিক্রি করেছেন ইলন মাস্ক।
এক্স ও এক্সএআই দুটি কোম্পানিই ইলন মাস্কের ব্যক্তিগত মালিকানাধীন। মাস্ক এক্সের একটি পোস্টে লিখেছেন, এই পদক্ষেপ এক্সএআইয়ের উন্নত এআই ক্ষমতা ও দক্ষতার সঙ্গে এক্সকে যুক্ত করে বিশাল সম্ভাবনা উন্মোচন করবে। এই চুক্তি অনুসারে এক্সএআইয়ের মূল্য আট হাজার কোটি ডলার ও এক্সের মূল্য ৩ হাজার ৩০০ কোটি ডলার নির্ধারণ করে।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক এখন মার্কিন রাজনীতিতে বেশ আলোচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কর্মরত মাস্ক ২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার সাইটটি কিনেছিলেন। তখন কর্মীদের ছাঁটাই করা থেকে শুরু করে ঘৃণ্য বক্তব্য, ভুল তথ্য ও ব্যবহারকারী যাচাইকরণের নীতি পরিবর্তন করে আলোচনায় আসেন ইলন। পরবর্তী সময়ে টুইটারের নাম পরিবর্তন করে এক্স রাখেন। তার এক বছর পর এক্সএআই চালু করেন। মাস্ক এক্সের বিষয়ে লিখেছেন, ‘এক্সএআই ও এক্সের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত। ডেটা, মডেল, কম্পিউট করার শক্তি থেকে শুরু করে তথ্য বিতরণ ও কর্মীদের একত্র করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এই সম্পর্ক এক্সএআইয়ের উন্নত এআই ক্ষমতা ও দক্ষতার সঙ্গে এক্সের বিশাল সম্ভাবনা উন্মোচন করবে। সত্য অনুসন্ধান ও জ্ঞানে অগ্রগতি আমাদের মূল মিশন। তার দিকে খেয়াল রেখে সম্মিলিতভাবে দুই কোম্পানি কোটি কোটি মানুষকে আরও স্মার্ট ও অর্থবহ অভিজ্ঞতা প্রদান করবে।’
নতুন এই পদক্ষেপ এক্স ব্যবহারকারীদের জন্য কোনো পরিবর্তন আনবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এক্সএআই ইতিমধ্যে তার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এক্স ব্যবহারকারীদের পোস্ট থেকে ডেটা ব্যবহার করছে। এক্স ব্যবহারকারীরা এক্সএআইয়ের এআই চ্যাটবট গ্রোক বেশ কয়েক মাস ধরে ব্যবহার করছেন।
সূত্র: রয়টার্স