Risingbd:
2025-04-01@07:51:42 GMT

ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

Published: 30th, March 2025 GMT

ঈদ কবে জানা যাবে সন্ধ্যায়

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। সৌদির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের অনেক স্থানেই পালিত হয় ঈদের আনুষ্ঠিকতা।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ রবিবার আনুষ্ঠানিক বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.

আ ফ ম খালিদ হোসেন।

আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত টেলিফোন বা ফ্যাক্স নম্বরে তথ্য জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১)। এছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে।

এবার ২৯ রোজা হলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) ঈদ উদ্‌যাপিত হবে। আর, চাঁদ দেখা না গেলে বা রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রবিবার ঈদ হবে মার্কিন যুক্তরাষ্ট্রেও। ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে। আগামী ৩১ মার্চ সোমবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া।

ঢাকা/হাসান/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রব ব র উদয প

এছাড়াও পড়ুন:

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে টাকা লুটের অভিযোগ

রাজবাড়ীতে নিজ ঘরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামের একটি বাড়ি থেকে ওই গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

মারা যাওয়া গৃহবধূর নাম সালমা খাতুন (২৫)। তিনি হাউলি জয়পুর গ্রামের সৌদি আরবপ্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী। তাঁর সাদিক মল্লিক নামে ছয় বছর বয়সী এক ছেলে ও সিনহা নামে সাড়ে চার বছর বয়সী এক মেয়ে রয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সালমার শ্বশুরবাড়িতে দেখা যায়, স্বজনসহ এলাকাবাসী বাড়িতে ভিড় করেছেন। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিহত সালমা খাতুন

সম্পর্কিত নিবন্ধ