ভূমিকম্প: মিয়ানমারে যাচ্ছে সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল
Published: 30th, March 2025 GMT
ভূমিকম্পে বিপর্যয়ের মুখে পড়া মিয়ানমারে উদ্ধার কাজে সহায়তা দিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল দেশটিতে যাচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রবিবার (৩০ মার্চ) মিয়ানমার যাবে সশস্ত্র বাহিনীর একটি দল। উদ্ধার কাজের পাশাপাশি ওষুধ, ত্রাণসামগ্রী ও মেডিকেল সহায়তা দেবে দলটি।
শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রা ভূমিকম্প ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মান্দালয়ের ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে।
এতে মান্দালয়, সাগাইং ও ইয়াংগনের পাশাপাশি রাজধানী নেপিদোরও ব্যাপক ক্ষতি হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটির সামরিক বাহিনী।
শনিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার ও মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে রবিবার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।”
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে।
মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানেও অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বহুতল ভবনের নিচে আটকা পড়ে আছে কয়েক ডজন শ্রমিক।
ঢাকা/হাসান/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সশস ত র ব হ ন র ভ ম কম প
এছাড়াও পড়ুন:
ভূমিকম্প: মিয়ানমারে যাচ্ছে সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল
ভূমিকম্পে বিপর্যয়ের মুখে পড়া মিয়ানমারে উদ্ধার কাজে সহায়তা দিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল দেশটিতে যাচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রবিবার (৩০ মার্চ) মিয়ানমার যাবে সশস্ত্র বাহিনীর একটি দল। উদ্ধার কাজের পাশাপাশি ওষুধ, ত্রাণসামগ্রী ও মেডিকেল সহায়তা দেবে দলটি।
শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রা ভূমিকম্প ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মান্দালয়ের ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে।
এতে মান্দালয়, সাগাইং ও ইয়াংগনের পাশাপাশি রাজধানী নেপিদোরও ব্যাপক ক্ষতি হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটির সামরিক বাহিনী।
শনিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার ও মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে রবিবার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।”
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে।
মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানেও অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বহুতল ভবনের নিচে আটকা পড়ে আছে কয়েক ডজন শ্রমিক।
ঢাকা/হাসান/ইভা