ফরিদপুরে ঈদের জুতা পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত ৭
Published: 30th, March 2025 GMT
ফরিদপুর শহরতলীর কানাইপুরে ঈদের জুতা ক্রয়ের পর তা পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে জুতা ক্রেতা, ব্যবসায়ী ও আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের এক ব্যক্তি কানাইপুর বাজারের রহমান সু-স্টোর থেকে শনিবার রাতে এক জোড়া জুতা কেনেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে তিনি ওই জুতা পরিবর্তন করতে গেলে দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার ওই ক্রেতাকে মারধর করেন।
এর জের ধরে ওই ক্রেতা কিছু সময় পর তার লোকজন নিয়ে এসে দোকানদারের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এসময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত সাত জন আহত হন। গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ঢাকা/তামিম/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে ঈদের জুতা পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত ৭
ফরিদপুর শহরতলীর কানাইপুরে ঈদের জুতা ক্রয়ের পর তা পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে জুতা ক্রেতা, ব্যবসায়ী ও আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের এক ব্যক্তি কানাইপুর বাজারের রহমান সু-স্টোর থেকে শনিবার রাতে এক জোড়া জুতা কেনেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে তিনি ওই জুতা পরিবর্তন করতে গেলে দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার ওই ক্রেতাকে মারধর করেন।
এর জের ধরে ওই ক্রেতা কিছু সময় পর তার লোকজন নিয়ে এসে দোকানদারের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এসময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত সাত জন আহত হন। গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/তামিম/এস