গুজরাটের প্রথম জয়ে মুম্বাইর দ্বিতীয় হার
Published: 30th, March 2025 GMT
মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের আরও একটি মৌসুম শুরু করলো পর পর দুই ম্যাচ হেরে। শনিবার (২৯ মার্চ) রাতে গুজরাট টাইটান্স নিজেদের প্রথম জয় তুলে নিয়ে মুম্বাইকে টানা দ্বিতীয় হারের স্বাদ দেয়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি করতে পারেনি মুম্বাই।
ব্যাট হাতে মুম্বাইর দুইজন ব্যাটসম্যান বলার মতো রান পান। তার মধ্যে সূর্যকুমার যাদব ২৮ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪৮ রান করেন। তিলক ভার্মা ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৩৯ রান। তৃতীয় উইকেটে তাদের ৬২ রানের জুটিতে স্বপ্ন দেখছিল মুম্বাই। কিন্তু তারা দুজন আউট হওয়ার পর জয়ের পথ থেকে ছিটকে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
শেষদিকে মিচেল স্যান্টনার ৯ বলে ২ ছক্কা ও ১ চারে অপরাজিত ১৮ ও নামান ধীর ১১ বলে ৩ চারে অপরাজিত ১৮ রান করে পরাজয়ের ব্যবধান কমান মাত্র।
বল হাতে গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণা ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২টি উইকেট নেন। আর মোহাম্মদ সিরাজ ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ২টি উইকেট।
তার আগে ১৯৬ রানের লড়াকু সংগ্রহ পেতে গুজরাটকে সহায়তা করেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। তার মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান সাই সুদর্শন ৪১ বলে ৪টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬৩ রান করেন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ও অধিনায়ক শুভমান গিল ২৭ বলে ৪টি চার ও ১ ছক্কায় করেন ৩৮ রান। আর ওয়ান ডাউনে নামা জস বাটলার ২৪ বলে ৫টি চার ও ১ ছক্কায় করেন ৩৯ রান। এর বাইরে ১১ বলে ২ ছক্কায় ১৮ রান করেন শেরফেন রাদারফোর্ড।
বল হাতে মুম্বাইর হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, মুজিব উর রহমান ও সত্যনারায়ণ রাজু।
১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণা।
এই জয়ে ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে গুজরাট অবস্থান নিয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। আর দুই ম্যাচ খেলে কোনো জয় না পাওয়া মুম্বাই আছে টেবিলের নবম স্থানে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব য টসম য ন উইক ট ন র ন কর ১৮ র ন
এছাড়াও পড়ুন:
বিশ্ব ধরিত্রী দিবস আজ
আজ বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল দিবসটি উদযাপন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’।
ধরিত্রী অর্থ পৃথিবী। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষাই দিবসটি পালনের উদ্দেশ্য।
১৯৭০ সালে জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিলো যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সেই থেকেই দিবসটির সূত্রপাত। সে বছরই মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। এ কারণে পরবর্তীকালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।
এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস। ১৯৯০ খ্রিস্টাব্দে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ। জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেওয়া হয়। এরপর দিবসটি ‘বিশ্ব ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। বর্তমানে ১৯৩টিরও বেশি দেশ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে।
ঢাকা/টিপু