মেসির তিন ছেলে কে কেমন, কোন স্কুলে পড়ে, কেমন জীবন তাদের
Published: 30th, March 2025 GMT
বেশির ভাগ পেশাদার ফুটবলারের জীবন বদলি চাকরির মতো। এই মৌসুম এক ক্লাবে, তো পরের মৌসুম আরেক ক্লাবে।
তবে বার্সেলোনার সমর্থক হয়ে ওঠায় অনেকেই হয়তো ভেবেছিলেন লিওনেল মেসি কাতালান ক্লাবটিতেই তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন। কিন্তু তা হয়নি। বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে মেসিকেও বদলি চাকরির মতো ক্লাব বদলাতে হয়েছে। ফ্রান্সের পিএসজি হয়ে আর্জেন্টাইন কিংবদন্তির ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি।
বাবা কর্মস্থল পাল্টালে অনেক ক্ষেত্রে সন্তানদেরও সেই ঠিকানায় চলে যেতে হয়। মেসির পরিবারও তাঁর সঙ্গে এখন ফ্লোরিডাতেই থাকছে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের অভিজাত এলাকা বে কলোনির গেটেড কমিউনিটিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন পুত্রসন্তান নিয়ে তাঁর সুখের সংসার।
মেসিকে নিয়ে তো কমবেশি সবাই জানেন। কিন্তু তাঁর তিন ছেলেকে নিয়ে কতজন জানেন? তারা কী করে, কী খেতে পছন্দ করে, কোন স্কুলে পড়াশোনা করে—এসব ব্যাপারে অনেকেরই কৌতূহল থাকতে পারে।
যদিও কারও ব্যক্তিগত জীবন নিয়েই ছোঁকছোঁক করা উচিত নয়। মেসি নিজ থেকে কিছু না বললে বিস্তারিত জানা সম্ভবও নয়। সন্তানদের সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি যতটুকু বলেছেন কিংবা সেলিব্রিটিবিষয়ক সংবাদমাধ্যমগুলো যতটুকু তথ্য জোগাড় করতে পেরেছে, সেসবের আলোকেই মেসির তিন ছেলেকে নিয়ে এই লেখা—
মেসির তিন পুত্র (ডান থেকে) থিয়াগো, মাতেও ও চিরো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমিরাতে টেকনাফ সমিতি ইউএই`র ঈদ পুনর্মিলনী
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত সীমান্ত উপজেলা টেকনাফের প্রবাসীদের সামাজিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান 'টেকনাফ সমিতি ইউএই'র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মাওলানা আব্দুস সালাম আজহারি। সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুণর্মিলনীতে বক্তব্য রাখেন দুবাই মিউনিসিপালিটির প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফ সিকদার বাপ্পী।
বক্তারা বলেন, প্রবাসীরা এবারের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির অনন্য ভূমিকা পালন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সে প্রবাসীদের ভোটাধিকারসহ প্রবাসী সংখ্যানুপাতের ভিত্তিতে একজন করে এমপি মনোনয়ন দেওয়ার জন্য বিপ্লবোত্তর সরকারের কাছে দাবি জানায়।
তারা আরো বলেন, যে সমস্ত দেশে তিন লক্ষাধিক প্রবাসী থাকবে সেখানে এমপি মানের একজন প্রবাসীকে সংসদের প্রতিনিধি নিয়োগের বিধান রেখে বৈষম্যহীন সংবিধান প্রণয়ন করা হউক।
এ সময় আরো বক্তব্য দেন, সমিতির সহসভাপতি রাশেদ উল্লাহ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আকবর, প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ, নির্বাহী সদস্য হোছাইন বাদশা, মুহাম্মদ খোরশিদুল ইসলাম, তাহের কবির, হোছাইন আহমদ ও নুরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে শিশু কিশোরদের নিয়ে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সমিতির প্রস্তাবিত বিল্ডিংয়ের প্লানিং মোড়ক উন্মোচন করা হয়।
ঢাকা/ইভা