আজ টিভিতে যা দেখবেন (৩০ মার্চ ২০২৫)
Published: 30th, March 2025 GMT
আইপিএলে আজ দুইটি ম্যাচ। রাতে লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা, প্রতিপক্ষ জিরোনা। আছে এফএ কাপের ম্যাচও।
আইপিএলদিল্লি-হায়দরাবাদ
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
রাজস্থান-চেন্নাই
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
প্রেস্টন-অ্যাস্টন ভিলা
সন্ধ্যা ৬-৩০ মি., সনি স্পোর্টস ২
বোর্নমাউথ-ম্যান সিটি
রাত ৯-৩০ মি.
বার্সেলোনা-জিরোনা
রাত ৮-১৫ মি., জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট
ডর্টমুন্ড-মাইনৎস
রাত ৯-৩০ মি., সনি স্পোর্টস ২
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প র টস
এছাড়াও পড়ুন:
অ্যাপল পিছিয়ে পড়ল
ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) সারাবিশ্বে ত্রৈমাসিক মোবাইল ফোন ট্র্যাকারের প্রাথমিক তথ্য প্রকাশ করেছে।
সারাবিশ্বে স্মার্টফোন উৎপাদকের মধ্যে সেরা স্থান অর্জন করেছে উদ্ভাবনী ব্র্যান্ড স্যামসাং। বিশ্বের শতাধিক দেশের শত শত প্রযুক্তি বাজারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বেশ কিছু বাজারের আকার, ভেন্ডর তথ্য ও প্রযুক্তিবিষয়ক পূর্বাভাস প্রকাশ করে আইডিসি ট্র্যাকার। চলমান বেশ কিছু দ্বন্দ্ব স্মার্টফোন বাজারের জন্য সারাবিশ্বে চ্যালেঞ্জ তৈরি করেছে। কয়েকটি চ্যালেঞ্জ সত্ত্বেও সংকট উত্তরণে স্মার্টফোন উৎপাদকরা ভূমিকা রাখছে। ফলে চলতি বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি (স্মার্টফোন সরবরাহ বিবেচনায়) অর্জন করেছে স্মার্টফোন উৎপাদকরা। বিশ্বজুড়ে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের সরবরাহ ১.৫ শতাংশ বৃদ্ধি (ইয়ার ওভার ইয়ার) পেয়ে ৩০ কোটি ইউনিট ছাড়িয়ে গেছে। অ্যাপলকে অতিক্রম করে স্মার্টফোন সরবরাহে শীর্ষে পৌঁছে গেছে স্যামসাং। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে সারাবিশ্বে স্মার্টফোন সরবরাহ তালিকার শীর্ষ পাঁচে রয়েছে অ্যাপল, শাওমি, অপো ও ভিভো।
ব্র্যান্ড সূত্রে জানা গেছে, এমন সাফল্যের পেছনে মূলত গ্যালাক্সি এস২৫ প্রিমিয়াম ডিভাইস ও মিড-রেঞ্জের গ্যালাক্সি এ সিরিজের কারণে অর্জন করা সম্ভব হয়েছে। উল্লিখিত মডেল সবার জন্য সাশ্রয়ী মূল্যে এআই ফিচার ব্যবহার করার সুযোগ তৈরি করেছে।
বৈশ্বিক মোট সরবরাহের (স্মার্টফোন) ১৯.৯ শতাংশ অর্জন করেছে স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন বিপণনের পরিমাণ ছয় কোটি ইউনিট ছাড়িয়ে গেছে।