ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান করেছে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি। গত শুক্রবার রাজধানীর গুলশান ২ এর জেসিআই ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির আহ্বায়ক মেজর জেনারেল এহতেশাম-উল হক, সদস্য সচিব ক্যাপ্টেন মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর চৌধুরী, মিয়া সিরাজ, নুরুল হুদা মিয়া, সেলিম প্রধান, তালুকদার মনিরুজ্জামান, বিচারপতি ড.

আবু তাহের, তাসনিম রানা (সাবেক এমপি), ফাল্গুনী গ্রুপ এর চেয়ারম্যান জনাব আবদুল আল মাসুদ, লায়ন মো. সোহাগ পাটওয়ারী প্রমুখ।

বাংলাদেশ গনতান্ত্রিক শক্তির আহব্বায়ক দেশবাসীর জন্য দোয়া করছেন এবং সকল কে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইফত র

এছাড়াও পড়ুন:

দিল্লিতে ভ্যান্স এবং মোদির বৈঠক আজ

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবার ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ তার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। খবর বিবিসির। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জৈসওয়াল বলেন, এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী।

বিশ্বব্যাপী ওয়াশিংটনের শুল্কনীতি ঘিরে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগে দেশগুলো দ্রুত চুক্তি চূড়ান্তে আগ্রহ দেখাচ্ছে।

ভ্যান্সের সফরের অংশ হিসেবে তিনি তার স্ত্রী উষা ভ্যান্স এবং সন্তানদের সঙ্গে আগ্রা ও জয়পুর ভ্রমণে যাবেন। তার স্ত্রী উষার পরিবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল।

সোমবার সকালে দিল্লিতে পৌঁছে ভ্যান্স আকসারধাম মন্দির পরিদর্শন করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী তাকে নৈশভোজে আপ্যায়ন করেন।

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ১৯০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও ট্রাম্প প্রশাসনের মতে, ভারতের উচ্চ শুল্ক হার এবং ৪৫ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ।

সম্প্রতি ভারত কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক হ্রাস করেছে এবং ভবিষ্যতে আরও হ্রাসের সম্ভাবনা রয়েছে।

ভবিষ্যতে ট্রাম্পের সম্ভাব্য ভারত সফর এবং কোয়াড শীর্ষ সম্মেলনে যোগদানের প্রেক্ষাপটে ভ্যান্সের সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


 

সম্পর্কিত নিবন্ধ