প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এক/এগারো-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মাটিতে জিয়া পরিবারের ঈদ উদযাপন হয়নি। মাঝেমধ্যে খালেদা জিয়া ছুটে যেতেন লন্ডনে। এতে ছেদ ঘটে ২০১৮ সালে তাঁকে কারাগারে নিলে। প্রায় আট বছর অন্তরীণ থাকতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
সর্বশেষ ২০১৭ সালে বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দুই পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে ঈদ করেন তিনি। এবারও তাদের সান্নিধ্যে ঈদ উদযাপন করবেন তিনি। সেখানে তারেক রহমানের স্ত্রী ছাড়াও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তাঁর দুই কন্যা রয়েছেন। তাদের মাঝে খোশমেজাজে আছেন খালেদা জিয়া। ঈদের দিন বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দলের সিনিয়র নেতারা ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।

গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা। ৮ থেকে ২৪ জানুয়ারি তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসা নেন। এর পর তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের অধীনে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। এ ছাড়া তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল দলের সদস্যরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। শারীরিকভাবে এখন খালেদা জিয়া অনেকটা সুস্থ। তিনি মানসিকভাবেও চাঙ্গা।

খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারেন– এমন প্রশ্নের উত্তরে ডা.

জাহিদ হোসেন বলেন, ঈদের পর তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি এপ্রিলের যে কোনো দিন দেশে ফিরতে পারেন। বিষয়টি মেডিকেল বোর্ডের অনুমতির ওপর নির্ভর করছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন।

বিএনপির কে কোথায় ঈদ করবেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমানও ঢাকায় থাকবেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ঈদ করবেন। অন্যদিকে সালাহউদ্দিন আহমেদ ১০ বছর পর কক্সবাজারে ঈদ করবেন।
স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে ঈদ করবেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, বরকত উল্লাহ বুলু নোয়াখালী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকায় এবং নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে ঈদ করবেন। যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন নরসিংদীতে ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুরে ঈদ করবেন।
ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনায় ও সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম সিরাজগঞ্জে ঈদ করবেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ করব ন ল ইসল ম ব এনপ রহম ন

এছাড়াও পড়ুন:

ইয়েমেনে আবারও মার্কিন হামলা

ইয়েমেনের হুতি সমর্থিত টেলিভিশন আল-মাসিরাহ জানিয়েছে, হোদেইদাহ বন্দর ও বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ১৩টি বিমান হামলা চালিয়েছে। এর দুই দিন আগে হোদেইদাহর রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮০ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছিলেন।

শনিবার রাজধানী সানার আল-থাওরা, বানি মাতার ও আল-সাফিয়া এলাকায় মার্কিন হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও হুতিরা আরও অভিযান চালানোর হুমকি দিয়েছে।

কয়েক সপ্তাহ আগে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগর রুটে জাহাজ চলাচলে হুতিদের হুমকি বন্ধ করতেই এ হামলা। আলজাজিরা।

সম্পর্কিত নিবন্ধ