কে এই রিচার, কেন তাঁকে নিয়ে এত আলোচনা
Published: 29th, March 2025 GMT
আপাদমস্তক বোহেমিয়ান। তবে তিনি ঠিক হিমু নন। আগে ছিলেন মিলিটারি পুলিশের মেজর। অবসর নিয়ে বেছে নিয়েছেন ভবঘুরে জীবন। নিজের গাড়ি–বাড়ি নেই, ফোনও সেভাবে ব্যবহার করেন না। এ শহর, ও শহর ঘুরে বেড়ান। মন না টিকলে চড়ে বসেন বাসে, গন্তব্য নতুন শহর। কখনো হিচহাইকিং করেন। তবে তাঁর জীবন নির্বিবাদ নয়, মাঝেমধ্যেই জড়িয়ে পড়েন বড়সড় ঝামেলায়।
একনজরেসিরিজ: ‘রিচার ৩’
ধরন: অ্যাকশন থ্রিলার
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
পর্ব সংখ্যা: ৮
রানটাইম: ৪২-৫৬ মিনিট
ক্রিয়েটর: নিক স্যান্তোরা
অভিনয়ে: অ্যালান রিটসন, মারিয়া স্টেন, অলিভার রিচটার ও ব্রায়ান টি
এসব ঝামেলার পেছনে কখনো থাকে তাঁর ‘অতীত জীবন’। তিনি রিচার, মেজর জ্যাক রিচার। তাঁকে নিয়ে নির্মিত সিরিজ ‘রিচার’-এর তৃতীয় মৌসুমের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল গত ২০ ফেব্রুয়ারি। মুক্তির পরই অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিরিজটি। ২৭ মার্চ এসেছে সিরিজটির শেষ পর্ব। কেমন হলো ‘রিচার’-এর তৃতীয় মৌসুম?
ব্রিটিশ লেখক লি চাইল্ডের উপন্যাসের চরিত্র জ্যাক রিচার। জনপ্রিয় এ চরিত্র নিয়ে এ পর্যন্ত ৩০টির মতো উপন্যাস লিখেছেন চাইল্ড। এ সিরিজ উপন্যাস অবলম্বনেই নির্মিত হয়েছে অ্যামাজনের সিরিজটি। এই রিচার নামটি সিনেমাপ্রেমীদের চেনা মনে হতে পারে। কারণ, একই উপন্যাস থেকে রিচারকে নিয়ে দুটি সিনেমা তৈরি হয়েছিল। যে দুই সিনেমায় রিচার হয়েছিলেন টম ক্রুজ এবং পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন।
‘রিচার’ সিরিজের দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপন য স
এছাড়াও পড়ুন:
মৌলভীবাজারে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।
ঈদের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে।
পুলিশ জানায়, বস্তি থেকে কাজ করে ফেরার পথে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন বিনোদ। এসময় দ্রুতগতিতে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।