বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৪'শ পরিবারে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
Published: 29th, March 2025 GMT
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে ৪'শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। ২৯ মার্চ শনিবার বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৪'শ পরিবারের এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমান মুন্সি সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সোনারগাঁও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাছির মেম্বার, বারদী ইউনিয়ন বিএনপি নেতা হারিম মেম্বার, বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি করিম মেম্বার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হালিম,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা ওহাব, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, বারদী ইউনিয়ন যুবদল নেতা ইকবাল, মজিবুল্লা, আক্তার, বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ঈদ ও উপজ ল স ন রগ
এছাড়াও পড়ুন:
মৌলভীবাজারে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।
ঈদের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে।
পুলিশ জানায়, বস্তি থেকে কাজ করে ফেরার পথে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন বিনোদ। এসময় দ্রুতগতিতে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।