গণ-অভ্যুত্থানে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন আছেন, এমন ব্যক্তিদের মধ্যে ইফতারি বিতরণ করেছে ছাত্রদল। এ সময় ছাত্রদলের নেতা–কর্মীরা শহীদ পরিবারের পাশাপাশি আহত ব্যক্তিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ইফতারি বিতরণ করা হয়। আজ শনিবার বিকেলে ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান ইফতারসামগ্রী পৌঁছে দেন। ইফতারি বিতরণ শেষে ছাত্রদলের নেতা-কর্মীরা আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন ও সার্বিক খোঁজখবর নেন।

ইফতারি বিতরণ শেষে শরীফ প্রধান বলেন, শহীদ ও আহত ব্যক্তিদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ। তাঁদের এই আত্মত্যাগে ছাত্রদল গর্বিত।

নেতা–কর্মীদের উদ্দেশে এই নেতা বলেন, ‘আহত ও শহীদদের ত্যাগের কথা আমাদের মনে রাখতে হবে। সুখে–দুঃখে তাঁদের পাশে থাকতে হবে এবং তাঁদের সব প্রয়োজনে সাড়া দিতে হবে। কেননা, দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল মানবিক, সাম্য ও অগ্রযাত্রার বাংলাদেশ গঠনে সদা জাগ্রত।’

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি আরও বলেন, ‘গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার বিচার দাবি করছি। খুনি হাসিনা এবং তার দোসররা যাতে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ না পায়, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল র ব তরণ ইফত র

এছাড়াও পড়ুন:

ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালানোর ঘটনায় চালক-মালিকের বিরুদ্ধে মামলা 

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়ার পরও চালকের বাস চালনোর ঘটনায় মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে হাসাড়া হাইওয়ে থানায় পুলিশের এসআই আতাউর রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় চালক, সহযোগী ও বাস মালিককে আসামি করা হয়েছে। 

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি থানায় জব্দ রয়েছে। এ ঘটনায় আসামিদের আটক ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি ফিটনেস ছিল কিনা সে বিষয়েও তদন্ত চলছে।

এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন ছাড়া সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত ঝালকাটির বাসিন্দা শাহীন নামের এক যাত্রী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। 

বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরের সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন।  ছাদ উড়ে গেলেও বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি ১০ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎকার ও জনরোষের মুখে গাড়ি থামিয়ে পালিয়ে যান চালক। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালানোর ঘটনায় চালক-মালিকের বিরুদ্ধে মামলা