সাদা বলেও স্টোকসকে অধিনায়ক করতে ইংল্যান্ডকে ‘অপ্রথাগত’ পরামর্শ মরগানের
Published: 29th, March 2025 GMT
সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক কে হবেন, এই নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সম্ভাবনার বিচারে অবশ্য এগিয়ে হ্যারি ব্রুক। তবে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক এউইন মরগান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) একটু অপ্রথাগত পরামর্শ দিয়েছেন। মরগানের পরামর্শ, টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে সাদা বলে ইংল্যান্ডের অধিনায়ক করার। তবে স্টোকসকে শুধু বড় কোনো টুর্নামেন্টেই অধিনায়কের দায়িত্ব দিয়ে অগুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সিরিজগুলোতে স্টোকসের ‘সহকারী’কে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন মরগান।
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম রাউন্ড থেকেই ইংল্যান্ডের বিদায়ের পর পদত্যাগ করেছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ডকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মরগানের পরামর্শ, স্টোকসকে মূল অধিনায়ক করে তাঁর সহকারীকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার।
বেন (স্টোকস) আসা–যাওয়ার মধ্যে থাকবে। বড় টুর্নামেন্টের আগে সে প্রস্তুতি নেবে, সেখানে অধিনায়কত্ব করবে, এরপর বাইরে চলে যাবে। এরপর আরেকটি বড় টুর্নামেন্ট না আসা পর্যন্ত শুধু টেস্ট ক্রিকেট নিয়েই ভাববে।এউইন মরগান, ইংল্যান্ডের সাবেক অধিনায়কইসিবির ছেলেদের ক্রিকেট ডিরেক্টর রব কি এ মাসের শুরুর দিকে স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা করার কথা বলেছিলেন। কি বলেছিলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে স্টোকসকে বিবেচনা না করাটা ‘মূর্খতা’ হবে। ৩৩ বছর বয়সী স্টোকস ২০২২ সাল থেকেই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরে আর সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে খেলেননি স্টোকস।
হ্যারি ব্রুকের সম্ভাবনা আছে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হওয়ার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ট কসক
এছাড়াও পড়ুন:
ফেসবুক দেখে জানলেন তিনি খুন হয়েছেন, এরপর যা ঘটল
চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা শাহাদাত হোসেন কয়েক দিন আগে হঠাৎ জানতে পারলেন, ফেসবুকে তাঁকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে একটা আইডি থেকে। বলা হচ্ছে, তিনি খুন হয়েছেন। ওমর ফারুক নামের এক ব্যক্তি পোস্ট দিয়ে এমন দাবি করায় তিনি থানায় গিয়ে পুলিশকে জানান। পরে বাড়ি ফিরে দেখেন ওমর ফারুক তাঁর বাড়িতে অবস্থান করছেন। এরপর পুলিশকে জানালে পোস্টদাতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, দুই দিন ধরে নিজের আইডি থেকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এলাকার বাসিন্দা ওমর ফারুক (৩৫) এমন পোস্ট দিচ্ছিলেন। গতকাল শুক্রবার শাহাদাত হোসেন পোস্টদাতা ওমর ফারুককে ধরে পুলিশে দেন। থানায় ইতিমধ্যে ফারুকের বিরুদ্ধে ছয়টি প্রতারণার মামলা করেছেন বিভিন্ন ব্যবসায়ী।
ওই পোস্টে ওমর ফারুক লেখেন, ‘আজিমপুরে হত্যাকাণ্ড! বিএনপি নেতা ফারুক আজিমপুরের শাহাদাত হোসেনকে ছুরিকাহত করে হত্যা করে পালিয়ে যান। তাঁকে ধরিয়ে দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’
ওমর ফারুক দেশি একটি উন্নয়ন সংস্থায় কাজ করতেন বলে জানা গেছে। সংস্থাটির স্থানীয় একজন কর্মকর্তা জানান, ২০১৮ সাল থেকে তিনি ওই সংস্থায় কাজ করছিলেন। তাঁর গতিবিধি ভালো না লাগায় গত বছরের নভেম্বরে তাঁকে চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করা হয়েছে। ফারুকের ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, বছরখানেক আগে থেকে তিনি অনলাইন জুয়ায় (বেটিং সাইট) জড়িয়ে পড়েন। এর পর থেকেই ফারুক নানা ছদ্মবেশ ধারণের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিতে শুরু করেন।
ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, ফারুক তাঁর পরিচিত। তাঁর নামে কাল্পনিক পোস্ট দেওয়ার বিষয়টি তিনি ফেসবুকে দেখেছেন। গতকাল বিষয়টি তিনি থানায় জানিয়ে বাসায় ফিরে দেখতে পান, ফারুক তাঁর ঘরে অবস্থান করছেন। পরে পুলিশকে জানালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার হওয়ার আগে ফারুক দাবি করেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক করে কেউ এই পোস্ট দিয়েছে। তিনি এর সঙ্গে জড়িত নন।
এখন পর্যন্ত ফারুকের বিরুদ্ধে ছয়টি প্রতারণার মামলা হয়েছে বলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, ফারুক অনলাইন জুয়ায় আসক্ত। আগের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।