একটি কল্যাণমূলক রাষ্ট্র পেতে চাইলে আল্লাহর আইন কুরআন বাস্তবায়নের এর বিকল্প কিছু নেই। তাই দক্ষ নাগরিক তৈরি করতে হলে কুরআনের চর্চা অতি গুরুত্বপূর্ণ। 

শনিবার (২৯ মার্চ) বিকালে ফতুল্লা হাজীগঞ্জ আর্দশ নূরানি মাদরাসা শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক উপহার ও  খাবার বিতরণকালে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আবদুল কাইয়ুম। 

তিনি আরো বলেন, মানব জীবনের সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজ হলো কুরআন পড়া এবং কুরআনের আলোকে জীবন গড়া।

এসময় আর্দশ নূরানি মাদরাসার পরিচালক মাওলানা মঈনুদ্দিন আহমাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা এইচ এম নাসির উদ্দিন, সমাজ সেবক আলহাজ্ব বিল্লাল হোসাইন।

মাদরাসার ৩০জন শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক ও খাবার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রধান শিক্ষক মুন্সি মুহাম্মদ আবদুল্লাহ ফয়সাল।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঈদ ম দর স ক রআন

এছাড়াও পড়ুন:

মৌলভীবাজারে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। 

ঈদের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে।

পুলিশ জানায়, বস্তি থেকে কাজ করে ফেরার পথে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন বিনোদ। এসময় দ্রুতগতিতে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ