খ্যাতিমান সাহাবি আনাস ইবনে মালিকের (রা.) খালার নাম ছিল উম্মু হারাম বিনতে মিলহান (রা.)। তিনি দুধপানের দিক থেকে রাসুলের(সা.) ও খালা ছিলেন। তার স্বামী ছিলেন উবাদা ইবনে -সামিত (রা.)। মদিনায় হিজরতের সময় প্রায় দুই সপ্তাহ রাসুল (সা.) কুবায় অবস্থান করেন। সেই সময় তিনি সেখানে একটি মসজিদ নির্মাণ করেন, মসজিদে কুবা। এই মসজিদের পাশে ছিল উম্মু হারাম বিনতে মিলহানের বাড়ি।
রাসুল (সা.
কুবায় গেলে প্রায়ই উম্মু হারামের বাড়িতে তিনি বেড়াতে যেতেন এবং দুপুরে বিশ্রাম নিতেন। একদিন তেমন করেই তিনি সে-বাড়িতে বেড়াতে গেছেন। উম্মু হারাম রাসুল(সা.)কে খাবার খাওয়ান। খাওয়ার পর তিনি বিশ্রাম নেন, উম্মু হারাম রাসুলের মাথার উকুন বাছতে থাকেন। এক সময় রাসুলুল্লাহ(সা.) ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি হাসতে হাসতে ঘুম থেকে ওঠেন। উম্মু হারাম বেশ অবাক হন, জানতে চান, ‘আল্লাহর রাসুল(সা.) , আপনার হাসির কারণ কী?’
রাসুলুল্লাহ (সা.) জানালেন, তিনি স্বপ্ন দেখেছেন। বললেন, ‘আমার উম্মতের কিছু লোককে যুদ্ধরত অবস্থায় আমার সামনে পেশ করা হলো। তারা এ সমুদ্রের মাঝে এমন অবস্থায় আরোহী, যেমন বাদশাহ তখতের ওপর।’
আরও পড়ুনসাহসী সাহাবি হজরত যুবাইর (রা.)০৭ ফেব্রুয়ারি ২০২৫এই স্বপ্ন ছিল একটি ভবিষ্যদ্বাণী। মুসলিমদের তখন কোনো নৌবাহিনী ছিল না। এমনকি আবু বকর (রা.)বা উমরের (রা.) খেলাফতকালেও মুসলিমদের নৌবাহিনী ছিল না। ফলে এই ভবিষ্যদ্বাণী সেই সময়ের প্রেক্ষাপটে ছিল বিস্ময়কর। উম্মু হারাম (রা.)অনুরোধ করেন, ‘আল্লাহর রাসুল, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আমাকে যেন সেই দলের অন্তর্ভুক্ত করেন।’ তিনি প্রার্থনা করলেন এবং ঘুমিয়ে পড়লেন। আবারও হাসতে হাসতে ঘুম থেকে উঠলেন। উম্মু হারাম (রা.)হাসির কারণ জিজ্ঞেস করলে পূর্বের মতো বললেন এবং জানালেন যে, ‘তুমি প্রথম দলের অন্তর্ভুক্ত হবে। ‘ (সহিহ বুখারি, হাদিস: ২৭৮৮)
রাসুলুল্লাহ (সা.) তাঁর খালা উম্মু হারামকে কে শাহাদতের সুসংবাদ দেন। ফলে উম্মু হারাম জীবিত থাকাবস্থায় ‘শহিদা; (নারী শহিদ) উপাধি লাভ করেন। কেউ কেউ তাঁকে এই নামে ডাকত। (ড. আব্দুল মাবুদ, আসহাবে রাসুলের জীবনকথা: ৬/১৫১)
আরও পড়ুননারী সাহাবি হজরত শিফা (রা.)১৬ ডিসেম্বর ২০২৪রাসুলুল্লাহ (সা.) চলে গেলেন। আবু বকর (রা.), উমর-ও (রা.) ইন্তেকাল করেন। উম্মু হারাম (রা.)আশায় বসে আছেন, কবে সেই সুবর্ণ সুযোগ আসবে। প্রায় ২০-২৫ বছর পরের ঘটনা। উসমানের (রা.) খিলাফতকালে মুআবিয়া (রা.) নৌ-অভিযানের প্রস্তাব দেন। খলিফা উসমান (রা.) অনুমতি দেন।
মুআবিয়া (রা.) অভিযান চালান বর্তমান ইউরোপের সাইপ্রাসে। যোদ্ধাদের মধ্যে রাসুলের (সা.) কয়েকজন সাহাবি সেই অভিযানে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন উবাইদা ইবনে সামিত (রা.); উম্মু হারামের স্বামী।
মুসলিম বাহিনীর প্রথম নৌ-অভিযানে স্বামীর সাথে উম্মু হারাম (রা.)অংশগ্রহণ করেন। মুসলিম বাহিনী যুদ্ধ ছাড়াই সাইপ্রাস জয় করে। বিজয়ের পর মুসলিম বাহিনী বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমন একদিন উম্মু হারাম বিনতে মিলহান (রা.)তাঁর ঘোড়া থেকে পড়ে যান এবং ঘাড়ে আঘাত পান। সেই জখমের ফলে তিনি ইন্তেকাল করেন। (সহিহ বুখারি, হাদিস: ২,৭৮৮, ৭,০০২)
উম্মু হারাম বিনতে মিলহান (রা.)প্রথম মুসলিম নৌ-যোদ্ধা নারী। মদিনায় জন্মগ্রহণ করা সেই নারী সাহাবির কবর ইউরোপের সাইপ্রাসে।
আরও পড়ুনহজরত উমর (রা.) ছিলেন সুশিক্ষিত সাহাবি০২ ডিসেম্বর ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ র ম ব নত প রথম মসজ দ
এছাড়াও পড়ুন:
পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ৩
রাজধানীর বনানীতে তুচ্ছ বিষয় নিয়ে ছুরিকাঘাতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনা জেলার তেরখাদার মাহবুবুর রহমানের ছেলে আল কামাল শেখ ওরফে কামাল (১৯), ময়মনসিংহ জেলার নান্দাইলের লাল মিয়ার ছেলে আলভী হোসেন জুনায়েদ (১৯) ও জামালপুর জেলার সরিষাবাড়ির সুলাইমান শেখের ছেলে আল আমিন সানি (১৯)। বর্তমানে তারা তিনজনই রাজধানীর বনানী এলাকায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহাখালী ওয়ারলেছ গেটসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার সময় আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। এছাড়া সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দেখা গেছে।
এছাড়া আসামিরা মামলার এজাহার নামীয় ও ঘটনার সঙ্গে জড়িত বলে শিকার করেছে বলেও জানায় পুলিশ।