আমরা পদার্থের তিন অবস্থার কথা জানি। কঠিন, তরল ও বায়বীয় অবস্থার কথা প্রাথমিক শ্রেণিতে পড়েছি। বিজ্ঞানীরা সেই ধারণার বাইরে গিয়ে নতুন ধরনের পদার্থ খুঁজে পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব অ্যানার্জির ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা অদ্ভুত এক পদার্থ আবিষ্কারের কথা জানিয়েছেন। অর্ধেক বরফ, অর্ধেক আগুন নামের এই পদার্থের একটি নতুন পর্যায় আবিষ্কার করেছেন তাঁরা।

এই পদার্থে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের অধীনে ইলেকট্রনের সুশৃঙ্খল ঠান্ডা ও বিশৃঙ্খল গরম অবস্থা দেখা যায়। এই আবিষ্কারটি পর্যায় পরিবর্তনকে বিট হিসেবে ব্যবহার করে কোয়ান্টাম তথ্য সঞ্চয়কে উন্নত করতে পারে।

যেমনটা বলা হচ্ছে এটি অর্ধেক বরফ, অর্ধেক আগুন আসলে পদার্থটি তেমন নয়। এই পদার্থের কণার অত্যন্ত সুশৃঙ্খল অবস্থাকে ঠান্ডা বলা হচ্ছে। ইলেকট্রন স্পিনকে বর্ণনা করতে সুশৃঙ্খল অবস্থাকে ঠান্ডা ও বিশৃঙ্খল অবস্থাকে গরম হিসেবে বলছেন বিজ্ঞানীরা। পদার্থের এই পর্যায় আগে কখনো দেখা যায়নি। নতুন এই অবস্থান কোয়ান্টাম তথ্য সঞ্চয়ের প্রযুক্তির জন্য বিশেষভাবে সুযোগ তৈরি করতে পারে। ফিজিক্যাল রিভিউ লেটার্স জার্নালে এই আবিষ্কারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

এই ল্যাবে তৈরি হয়েছে নতুন যৌগ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পদ র থ র অবস থ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ এপ্রিল ২০২৫)

আইপিএলে আছে একটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আছে তিনটি ম্যাচ।আইপিএল

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

সৌদি কিং কাপ

আল ইত্তিহাদ–আল শাবাব
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনাল–ফুলহাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

উলভারহ্যাম্পটন–ওয়েস্ট হাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস ৩

নটিংহাম ফরেস্ট–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

২য় ওয়ানডে

নিউজিল্যান্ড–পাকিস্তান
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫

সম্পর্কিত নিবন্ধ