নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'সেফ দ্যা নিউ জেনারেশন অব বাংলাদেশ '।

শনিবার (২৯ মার্চ) সকালে সেফ দ্যা নিউ জেনারেশন অব বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেনের বাসভবন প্রাঙ্গণে ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

এসময় সেফ দ্যা নিউ জেনারেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের উপহার দিতে পেরে ইমাম ও মুয়াজ্জিনদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত। ইমাম সাহেবরা আমাদের সমাজের নীতি নির্ধারক পথ নির্দেশক।

আমাদের সকলেরই তাঁদেরকে সর্বোচ্চ সম্মান আমাদের প্রদান করতে হবে। আমাদের সমাজে যারা সামর্থ্যবান আছেন রাজনীতি নয় কিংবা লোক দেখানো নয় আমাদের ইহকাল ও পরকালের কল্যাণার্থে এবং সত্যিকারের মানবিকতার স্বার্থে সমাজে মানবসেবার কল্যাণমূলক কাজ যেন আমরা করি এজন্য সকলকে এগিয়ে আসতে হবে।'

এসময় আরও উপস্থিত ছিলেন- মাহবুবুর রহমান টনি, জাহিদুল ইসলাম ইকবাল,  রাসেল মাহমুদ, রুবেল, সিহান রাজ্জাক সঞ্চয়, সুদীপ্ত, ফজলু, মুন্না, ইমন, সাজিদ, নাহিয়ান, মেহেদী, রিফাত, আরফিন প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঈদ ম য় জ জ নদ র আম দ র উপহ র

এছাড়াও পড়ুন:

নিহত যুবদলকর্মী স্বজনের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল কর্মী আবুল হোসেন স্বজনের পরিবার। 

শনিবার (২৯ মার্চ) সকালে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকায় নিহত স্বজনের পরিবারের সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে  মহানগর বিএনপির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদ উপহার তুলে দেন। 

এসময়ে তারা যুবদল কর্মী স্বজনের পরিবারের খোঁজখবর নেন। এবং যেকোন প্রয়োজনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি তাদের পাশে রয়েছে বলে তাদেরকে সান্তনা দেন। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ মহানগর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদের দিন নিহত সুমাইয়ার বাসায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
  • খুলনায় মধ্যরাতে সন্ত্রাসী-যৌথ বাহিনীর বন্দুক যুদ্ধ, গ্রেপ্তার ১১
  • নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতাকে নির্যাতনের অভিযোগ
  • দুইশ’ পরিবারকে ঈদ উপহার তুলে দিল জাবালে নূর ওয়েলফেয়ার
  • এ দেশের মানুষ শাসনের বদলে শোষণ চায় না : মামুন মাহমুদ
  • নিহত যুবদলকর্মী স্বজনের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার