বেয়াইনকে কুপ্রস্তাব বেয়াইয়ের, অতঃপর...
Published: 29th, March 2025 GMT
যশোরে মেয়ের শ্বশুর (বেয়াই) কুপ্রস্তাব দেওয়ায় তার চোখে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বেয়াইন। শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাহাদুর জেস গার্ডেন পার্কের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি যশোর শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সিরাজুল ছেলের শ্বশুরবাড়িতে যান। হঠাৎ স্থানীয়রা সেই বাড়িতে মারামারি ও কান্নার শব্দ শুনতে পান। পরে তারা গিয়ে দেখেন, বেয়াই-বেয়াইন মারপিট করছেন। এ সময় সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের থামান। গুরুতর আহতাবস্থায় সিরাজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরে সিরাজুলের বেয়াইন থানায় আত্মসমর্পণ করেছেন।
হাসপাতালে ভর্তি সিরাজুল বেয়াইনের অভিযোগ নাকচ করে বলেছেন, ‘‘পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে।’’
অন্যদিকে, বেয়াইন অভিযোগ করে বলেন, ‘‘সিরাজুল দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। এ সময় আত্মরক্ষার চেষ্টা করি। তখন সিরাজুলের চোখে লাগে।’’
যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ‘‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিরাজুল চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে খুলনায় পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’’
ঢাকা/রিটন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পণ্যে আড়াই হাজার শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে আমদানিকৃত সৌর প্যানেলের ওপর ২ হাজার ৫২১ শতাংশ কর আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
এক বছর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সৌর প্যানেলের যন্ত্রাংশ উৎপাদনকারীরা যুক্তরাষ্ট্রে তাদের বাণিজ্য সুরক্ষার আহ্বান জানিয়েছিল। ওই সময় বিষয়টির ওপর তদন্ত শুরু হয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামের কোম্পানিগুলোকে টার্গেট করা হয়েছে। এই কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা চীনের কাছ থেকে ভর্তুকি সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে স্বস্তায় পণ্য সরবরাহের মাধ্যমে ডাম্পিং করছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাইরে মার্কিন সরকারি সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেম কমিশন জুনে নতুন শুল্কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাবে।
কোম্পানি ও তাদের পণ্য উৎপাদনকারী দেশের ওপর ভিত্তি করে ভারসাম্য ও অ্যান্টি ডাম্পিং শুল্ক ভিন্ন হতে পারে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে অসহযোগিতার কারণে কম্বোডিয়ার সৌর যন্ত্রাংশ রপ্তানিকারকদের ওপর ৩ হাজার ৫২১ শতাংশ শুল্ক আরোপ করা হবে। মালয়েশিয়ায় চীনা উৎপাদনকারী জিনকো সোলারের ওপর ৪১ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করা হবে, যা অন্যান্য দেশগুলোর তুলনায় সর্বনিম্ন। আরেকটি চীন ভিত্তিক কোম্পানি ট্রিনা সোলারের ওপর ৩৭৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই কোম্পানিটি থাইল্যান্ডে তাদের পণ্য উৎপাদন করে।
ঢাকা/শাহেদ