অস্ট্রেলিয়ার অধিনায়ক তিনি—তবে নিজের দেশের পর সবচেয়ে বেশি থাকা হয় ভারতেই। আইপিএলের সময় প্রায় দুই মাস তো বটেই, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সিরিজও হয় নিয়মিতই। সব মিলিয়ে প্যাট কামিন্সকে ভারতে আসতে হয় প্রায়ই।

তা যে তাঁর জন্য বেশ উপভোগ্য, তা তো আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেও অস্ট্রেলিয়ান ট্যুরিজম বোর্ডের দূত কামিন্স। সংস্থাটির হয়ে ভ্রমণ বিষয়ে প্রচার-প্রচারণা চালান তিনি। সম্প্রতি তেমনই একটি অনুষ্ঠানে কামিন্স ভারতে নিজের প্রিয় খাবারের কথা জানিয়েছেন।  

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ এপ্রিল ২০২৫)

আইপিএলে আছে একটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আছে তিনটি ম্যাচ।আইপিএল

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

সৌদি কিং কাপ

আল ইত্তিহাদ–আল শাবাব
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনাল–ফুলহাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

উলভারহ্যাম্পটন–ওয়েস্ট হাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস ৩

নটিংহাম ফরেস্ট–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

২য় ওয়ানডে

নিউজিল্যান্ড–পাকিস্তান
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫

সম্পর্কিত নিবন্ধ