নাটকের প্লেব্যাক ও সংগীতায়োজনের পাশাপাশি একক ও দ্বৈত গান প্রকাশ করে শ্রোতাদের মনোযোগ কেড়েছেন আভরাল সাহির। সময়ের আলোচিত এই কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক এবার ঈদে প্রকাশ করতে যাচ্ছে ভিন্ন ধাঁচের একটি গানের ভিডিও। যেখানে আভরালের সঙ্গে মডেল হিসেবে অংশ নিয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি।
গানের শিরোনাম ‘প্রেমের শুরুটা’। এর কথা লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির নিজে। গানে তাঁর সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন মুনমুন আহমেদ। মিউজিক ভিডিও নির্মাণ করছেন নাট্য পরিচালক মহিদুল মহিম। ঈদ উপলক্ষে নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করছেন শিল্পী আভরাল সাহির। এ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘শিল্পী হিসেবে সবসময় চাই গায়কীতে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরতে। সংগীতায়োজনেও নিরীক্ষা চালিয়ে যাই। উদ্দেশ্য একটাই, শ্রোতাদের নতুন ও ভিন্ন স্বাদের কিছু উপহার দেওয়া। আর এখন যেহেতু গান শোনার পাশাপাশি দেখারও বিষয় হয়ে উঠেছে, তাই মিউজিক ভিডিওতে বৈচিত্র্য তুলে আনার চেষ্টা করেছি। সে কারণে গানের ভিডিওতে মাহিকে মডেল হিসেবে বেছে নেওয়া।’ আশা করছি, গান ও মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণ করবে।’
মাহি জানান, ‘প্রেমের শুরুটা’ নিখাঁদ এক ভালোবাসার গান। প্রথম শুনেই ভীষণ ভালো লেগে গেছে। মিউজিক ভিডিও পরিকল্পনাও ছিল সময়োপযোগী। তাই আনন্দ নিয়েই গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। গানটি অনেকের মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই মডেল ও অভিনেত্রী।
এদিকে অডিও গানের পাশাপাশি একাধিক ঈদ নাটকেও শোনা যাবে আভরাল সাহিরের গান। এরই মধ্যে ‘হৃদয়ের এক কোণে’-এর টাইটেল গানে পড়শীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। এই শিল্পী জুটির আরেকটি গান ‘তুই যে আমার’ থাকছে ‘ফেরারী মন’ নাটকে। এ ছাড়াও ‘মায়াময়ী’সহ আরও কিছু নাটকে থাকছে আভরালের গান।
উৎস: Samakal
কীওয়ার্ড: অভ ন ত র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ এপ্রিল ২০২৫)
আইপিএলে আছে একটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আছে তিনটি ম্যাচ।আইপিএল
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
আল ইত্তিহাদ–আল শাবাব
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২
আর্সেনাল–ফুলহাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
উলভারহ্যাম্পটন–ওয়েস্ট হাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস ৩
নটিংহাম ফরেস্ট–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
নিউজিল্যান্ড–পাকিস্তান
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫