মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। শনিবার সকাল ৬টায় তন্তর ইউনিয়নের পাড়াগাঁওয়ে এ ঘটনা ঘটে।

নিহত জাফর মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গুরুতর জখম জহির হোসেন ও আরিফ শিকদারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার ওসি শাকিল আহামেদ সমকালকে জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পাড়াগাঁওয়ের ফালু শেখের ছেলে মহসিন বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। নওপাড়ায় ছিনতাইকারীরা কলাগাছ ফেলে পথরোধ করে। মহসিনকে কিলঘুষি মেরে অটোরিকশা ছিনিয়ে নেয়। মহসিনের চিৎকারে স্থানীয়রা এসে তিনজনকে ধরে গণপিটুনি দেয়। তবে রিকশাটি নিয়ে চলে যায় অন্য এক ছিনতাইকারী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণ পর জাফর মিয়া মারা যায়। ময়নাতদন্ত শেষে বিকেলে নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত জাফরের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনির ফুলছড়িতে। জহির শরিয়তপুরের জাজিরার গোপালপুর ও আরিফের বাড়ি বরিশালের মুলাদির মুন্তাজপুর গ্রামে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গণপ ট ন ন হত

এছাড়াও পড়ুন:

ইউপি সদস্যসহ তিনজনের কাছে মিলল আড়াই লাখ জাল টাকা

কক্সবাজারে ২ লাখ ৪৯ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যও রয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মরিচ্যা এলাকায় বিজিবির তল্লাশিচৌকিতে তাঁরা ধরা পড়েন।

গ্রেপ্তার ইউপি সদস্যের নাম মো. হাসান। তিনি রামুর কাউয়ারকোপ ইউপির সদস্য। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন একই ইউনিয়নের মো. কাজল ও এহসানুল হক। তাঁদের তিনজনের বিরুদ্ধে রামু থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন উপজেলায় ৪৫টি বেশি পশুর হাটে কোরবানির পশু বিক্রি হয়। কোরবানির ঈদকে সামনে রেখে এসব হাটে জাল নোট বেচাবিক্রির একটি দল সক্রিয় হয়েছে। উখিয়া উপজেলা থেকে কক্সবাজার শহরের দিকে আসার সময় ওই ইউপি সদস্য ও তাঁর সহযোগী দুজনকে বিজিবি আটক করে। পরে তাঁদের রামু থানায় হস্তান্তর করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, জাল নোটসহ গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাল নোট বেচাবিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ সতর্ক রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ইউপি সদস্যসহ তিনজনের কাছে মিলল আড়াই লাখ জাল টাকা