ময়মনসিংহে ঈদুল ফিতরের নামাজের সময়সূচি
Published: 29th, March 2025 GMT
ময়মনসিংহে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জেলার ১৩টি উপজেলায় ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ করে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনুলিপি পাঠিয়েছেন।
নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাল আল মামুন।
বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে ঈদের জামাত হবে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে। চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
জেলা শহরের বাইরে মুক্তাগাছা বড় মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, ফুলবাড়িয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ হবে সকাল ৯টায়, ত্রিশাল পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, গফরগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ হবে সকাল ১০টায়, গৌরীপুর সরকারি কলেজ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ১০টা ১০ মিনিটে, ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে নামাজ হবে সকাল ৯টায়, নান্দাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ হবে সকাল ১০টায়, তারাকান্দা ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় এবং ধোবাউড়া দর্শা ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ময়মনস হ ক ন দ র য় ঈদগ হ ম ঠ ঈদ র ন ম জ ন ম জ হব ইসল ম ক মসজ দ উপজ ল
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে ভুট্টা খেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
ময়মনসিংহে ভুট্টা খেত থেকে নাহিদ আলী (১৮) নামে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১টায় ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের কাউনিয়া গ্রামের একটি ভুট্টা খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাহিদ আলী (১৮) সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের চরশষা গ্রামের কামরুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান।
পুলিশ জানায়, গতকাল শনিবার নাহিদ আলী তার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর থেকে আর তার খোঁজ মিলছিল না। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করা হয়।
অনেক খোঁজাখুঁজি করে শনিবার দিবাগত রাতে একটি ভুট্টা খেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয় জনতা। পরে তারা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।