গুগল ক্রোমে গুরুতর নিরাপত্তা ঝুঁকি ১৭ এপ্রিলের মধ্যে হালনাগাদের পরামর্শ
Published: 29th, March 2025 GMT
গুগল ক্রোম ব্রাউজারে এক গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এরই মধ্যে সাইবার অপরাধীরা ত্রুটিটি কাজে লাগাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার নিরাপত্তা ও অবকাঠামো সুরক্ষা সংস্থা—সিআইএসএ সতর্কতা জারি করেছে এবং আগামী ১৭ এপ্রিলের মধ্যে ব্রাউজার হালনাগাদ করতে না পারলে সেটির ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ত্রুটির মাধ্যমে দূরবর্তী স্থান থেকে হামলাকারীরা ব্যবহারকারীর যন্ত্রে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিতে পারে। শুধু গুগল ক্রোম নয়, মাইক্রোসফট এজ ও অপেরা ব্রাউজারসহ অন্যান্য ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারও ঝুঁকির মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি প্রথম এই দুর্বলতা শনাক্ত করে জানিয়েছে, এটি একটি উন্নত ও জটিল ম্যালওয়্যার আক্রমণ। ব্যবহারকারী যদি কেবল একটি ক্ষতিকর লিংকে ক্লিক করেন, তাহলেই তাঁর যন্ত্র আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ক্যাসপারস্কি জানিয়েছে, এটি অন্যতম জটিল এক্সপ্লয়েট। এর মাধ্যমে সাইবার অপরাধীরা গুগল ক্রোমের স্যান্ডবক্স নিরাপত্তাব্যবস্থা সম্পূর্ণ বাইপাস করতে সক্ষম হয়েছে।
গুগল নিশ্চিত করেছে, সাইবার হামলাকারীরা এরই মধ্যে এই দুর্বলতা কাজে লাগাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিষ্ঠানটি ক্রোমের নতুন সংস্করণ ১৩৪.
যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএ জানিয়েছে, গুগল ক্রোমিয়ামের ‘মোজো’ প্রযুক্তিতে একটি লজিক্যাল ত্রুটি পাওয়া গেছে। এই ত্রুটি স্যান্ডবক্সের বাইপাস ঘটাতে পারে। সংস্থাটি বলছে, এই নিরাপত্তা ত্রুটি শুধু গুগল ক্রোম নয়, মাইক্রোসফট এজ, অপেরা ও অন্যান্য ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারগুলোকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
সিআইএসএ জানিয়েছে, যদি ১৭ এপ্রিলের মধ্যে কেউ ব্রাউজার হালনাগাদ করতে না পারেন, তাহলে সেটির ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দেশনা মূলত মার্কিন সরকারি সংস্থাগুলোর জন্য জারি করা হলেও ব্যক্তিগত ও বেসরকারি খাতের ব্যবহারকারীদেরও এটি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা (সিইআরটি-ইন) গুগল ক্রোম ব্যবহারকারীদের দ্রুত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই নিরাপত্তা ত্রুটির মাধ্যমে সাইবার হামলাকারীরা গুগল ক্রোমের স্যান্ডবক্স সুরক্ষা বাইপাস করতে সক্ষম হতে পারে। এদিকে ফায়ারফক্সেও একই ধরনের নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। মজিলা এক বিবৃতিতে জানিয়েছে, ক্রোমের সাম্প্রতিক স্যান্ডবক্স বাইপাস ত্রুটির পর ফায়ারফক্সের আইপিসি কোডেও একই ধরনের সমস্যা শনাক্ত হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
থানায় হাজতিদের জন্য বই কর্নার
নান্দাইল থানায় হাজতিদের বই পড়ে জীবন আলোকিত করার উদ্দেশ্যে ‘বই কর্নার’ চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিজ প্রচেষ্টায় কর্নারটি চালু করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
ইউএনও সারমিনা সাত্তার জানান, হাজতিরা স্বল্প সময় থানা হাজতে অবস্থান করেন। সেসময় তারা নানা ধরনের দুশ্চিন্তায় ভোগেন। এ সময়টুকুতে বই পড়ে যাতে তারা সুচিন্তা করতে পারেন মূলত সে উদ্দেশ্য নিয়েই বই কর্নারটি চালুর উদ্যোগ নেন তিনি। একমাত্র বই-ই পারে মানুষের জীবনকে আলোকিত করতে। অনেক সময় বইয়ের একটি ভালো বাক্যই কারোর জীবন বদলে দিতে পারে। কর্নারে ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন ধরনের শিক্ষণীয় বইও রাখা হয়েছে। তখন নান্দাইলের বই পড়া আন্দোলন নামে একটি সংগঠন কর্নারে পাঁচ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বই দেওয়ার অঙ্গীকার করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, থানার ওসি আনোয়ার হোসেন প্রমুখ। ওসি আনোয়ার হোসেন বলেন, জীবনমান উন্নয়নে বই পড়ার কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ থানাগুলোতে নতুন দিগন্তের সূচনা করবে।