১ টাকায় ঈদের জামা পেলো শতাধিক শিশু
Published: 29th, March 2025 GMT
নীলফামারীর সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুরা এক টাকায় ঈদের নতুন জামা কিনতে পেরেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় এক টাকায় ঈদের নতুন জামা বিক্রির দোকানটি বসায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’।
মাত্র এক টাকায় নিজের পছন্দমতো নতুন জামা পেয়ে ঈদের হাসি ফুটেছে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে।
নতুন সব ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ছিল। আগত সুবিধাবঞ্চিত শিশুরা এক টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পোশাক কিনে নেন। আর এভাবে মাত্র এক টাকায় ঈদ নতুন জামা পেযে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা।
শহরের গোলাহাটের শিশু সুমাইয়া আক্তার জানায়, যে কোনো উৎসব-পার্বণে তাদের মা-বাবার পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এখানে এক টাকায় নতুন জামা দিচ্ছে শুনেই ছুটে আসি এবং এই এক টাকায় পছন্দ মত ফ্রক নিয়েছে। খুব খুশি সে।
সংগঠনের সদস্য সামিউল হোসেন জানান, সমাজে সুবিধাবঞ্চিত শিশুরা বেশিভাগ সময়ই বঞ্চিত। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না। তাই ওইসব শিশুদের ঈদ আনন্দ বর্ণিল করতেই আমরা এক টাকায় ঈদের নতুন জামা দিয়েছি। ঈদের আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে আমাদের।
সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, “মূলত সুবিধাবঞ্চিত, এতিম শিশুদের জন্য আমাদের এই আয়োজন। যেসব শিশুদের ঈদের নতুন জামা হয়নি তারা স্বচ্ছন্দে আমাদের প্রিয় সৈয়দপুর এর দোকান থেকে মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দ মত পোশাক নিতে পারবে। আমাদের সদস্যরা নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা দিয়ে এই আয়োজন করেছে। এছাড়া পর্যায়ক্রমে আমরা শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও সেমাই চিনি দুধও দেওয়া হচ্ছে অসহায়দের জন্য। এ কার্যক্রম চাঁদ রাত পর্যন্ত চলবে।”
ঢাকা/সিথুন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র নত ন জ ম ট ক য় ঈদ র স য়দপ র আম দ র পছন দ
এছাড়াও পড়ুন:
খুলনায় থানার পাশেই ডাকাতি, মালামাল লুট
খুলনার বটিয়াঘাটা থানার পাশে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে থানাসংলগ্ন কিসমত ফুলতলা সিলিন্দামারী গ্রামের আলহাজ মোদাচ্ছের হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ ৮২ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোদাচ্ছের হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য ওজু করতে ঘুম থেকে ওঠেন। এ সময় তিনি দরজা খুলে বাইরে ১০-১২ জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেই মোদাচ্ছেরের গলায় অস্ত্র ঠেকিয়ে দোতলায় নিয়ে যান। এরপর ডাকাতদল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ১০ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৮২ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন এবং আলমারিতে থাকা কাপড় লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
মো. মোদাচ্ছের আলী জানান, ফজরের আজান দিলে তিনি নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক ঘরের ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়। সকালে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বটিয়াঘাটা থানার অফিসার ইনিচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী মৌখিকভাবে থানায় বিষয়টি জানিয়েছেন। পুলিশের মোবাইল টিম লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য কাজ শুরু করছে।’’
নূরুজ্জামান//