বাংলাদেশের সাবেক কোচ এখন নেপালের দায়িত্বে
Published: 29th, March 2025 GMT
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বোচ্চ সফলতাটা এসেছে ২০১২ সালের এশিয়া কাপে। সেই সময় টাইগারদের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল। বাংলাদেশে জীবন উপভোগ না করায়, বছর না ঘুরতেই বাংলাদেশ দলের চাকরি ছেড়ে দেন ল।
এরপর অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে নিজের জাত চিনিয়েছেন ল। কোচিং করিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের মতো দলের, সফলতা এনে দিয়েছেন। তবে প্রোফাইলটা আর ভারী করতে পারেননি এই অজি কোচ। সবশেষ ছিলেন যুক্তরাষ্ট্রের কোচ। তবে এবার দক্ষিণ এশিয়ার আরেক দল নেপালের হেড কোচ হয়ে আবারও ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন ল। এই ৫৬ বছর বয়সী কোচের নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশকে হারায় যুক্তরাষ্ট্র! এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও কানাডাকে হারিয়ে সুপার এইটে চলে যায় মার্কিনিরা। যা ক্রিকেট বিশ্বে রীতিমত ঝড় তুলেছিল। বেসবল আর বাস্কেটবলের দেশটি ক্রিকেটের বাইশ গজে এমন সফলতা পায় মূলত অস্ট্রেলিয়ান কোচ ল’র অধীনেই।
আরো পড়ুন:
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন জাহানারা
২২ রানে ৭ উইকেট খুইয়ে ম্যাচ হারল পাকিস্তান
হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও কানাডাকে হারিয়ে সুপার এইটে চলে যায় যুক্তরাষ্ট্র। ইউএসএ ক্রিকেটের এমন রূপকথার উত্থানের পেছনের কারিগর ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল। তবে জুনে এমন সফলতা এনে দেওয়ার পর অক্টোবরেই এই ৫৬ বছর বয়সী কোচকে বরখাস্ত করে যুক্তরাষ্ট্র!
এমন দারুণ একজন কোচকে নিজেদের করে নেওয়ার সুযোগ হারায়নি নেপাল। মন্টি দেসাইয়ের সঙ্গে এই বছরের ফেব্রুয়ারিতে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের চুক্তি শেষ হয়ে যায়। সে জায়গায় ২ বছরের জন্য স্টুয়ার্ট ল-কে নিয়োগ দিয়েছে নেপাল।
ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে একটি টুইট করে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন লিখে, “অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টুয়ার্ট ল’কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২ বছরের জন্য নেপাল জাতীয় পুরুষ দলের দায়িত্ব নিচ্ছেন ল।” আগামী জুনে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে নেপাল ক্রিকেটের সঙ্গে ল’র পথচলা শুরু হবে।
গুরুতর অভিযোগের ভিত্তিতেই ল’কে যুক্তরাষ্ট্রের চাকরি হারাতে হয়। কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে সঙ্গে নিয়ে দলের ভেতর অন্তর্কোন্দল সৃষ্টির অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। শুধু তাই নয়, দলের ভেতর বৈষম্য, বিভেদ, অবিশ্বাস তৈরি করেছিলেন বলে অভিযোগ উঠেছে। শোনা গিয়েছিল নিজের পছন্দের খেলোয়াড়দের জায়গা দেন ল।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্যবসায়ীকে সাইফের মারধরের অভিযোগ, ঘটনার বর্ণনা দিলেন অমৃতা
২০১২ সালে একটি পাঁচ তারকা হোটেলে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী এবং তার শ্বশুরকে মারধরের অভিযোগে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। শনিবার (২৯ মার্চ) এ মামলার সাক্ষ্য দেন অভিনেত্রী অমৃতা আরোরা।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, শনিবার (২৯ মার্চ) মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন অভিনেত্রী অমৃতা আরোরা। সেদিন হোটেলে কী ঘটেছিল তার বর্ণনাও দিয়েছেন এই অভিনেত্রী।
স্ত্রী কারিনা কাপুর খান, কারিনার বোন কারিশমা কাপুর, মালাইকা অরোরা খান, অমৃতা আরোরা এবং দুজন বন্ধুসহ পাঁচ তারকা হোটেলে রাতের খাবার খেতে গিয়েছিলেন সাইফ আলী খান। হোটেল কর্তৃপক্ষ তাদের আলাদা একটি কক্ষ দিয়েছিলেন। সেখানে তারা খাবার খাচ্ছিলেন। তাদের পাশের টেবিলে বসেছিলেন ইকবাল শর্মা নামে এক ব্যক্তি।
আরো পড়ুন:
বাবা তুমি কি মারা যাচ্ছো, আহত সাইফকে প্রশ্ন করেছিল পুত্র তৈমুর
বিয়ে-বিচ্ছেদ নিয়ে কারিনার রহস্যময় পোস্ট, উড়ছে নানা জল্পনা
পরের ঘটনা বর্ণনা করে অমৃতা আরোরা বলেন, “হঠাৎ শর্মা আমাদের কক্ষে প্রবেশ করেন। খুবই আক্রমণাত্মকভাবে কথা বলতে থাকেন, চিৎকার করে আমাদের চুপ করতে বলেন।”
সাইফের চিৎকারের আওয়াজ পাওয়ার ঘটনা বর্ণনা করে অমৃতা আরোরা বলেন, “মূলত, শর্মার অসুবিধা হচ্ছিল। সঙ্গে সঙ্গে সাইফ তার কাছে ক্ষমাও চান। এমনকি তাকে নৈশভোজ করার নিমন্ত্রণও জানান সাইফ। এরপর বেরিয়ে যান ইকবাল। তবে আমরা কেউই বুঝতে পারিনি শর্মা কক্ষের বাইরে দাঁড়িয়ে আছেন। এরপর সাইফ ওয়াশ রুমে যান। কিছুক্ষণ পর সাইফের চিৎকার শুনতে পাই।”
সাইফ আলীকে মারধরের ঘটনা বর্ণনা করে অমৃতা আরোরা বলেন, “সাইফের চিৎকার শুনে আমরা ওয়াশ রুমের দিকে ছুটে যাই। গিয়ে দেখি, ইকবাল শর্মা সাইফকে মারধর করছেন। আমরা কোনোরকমে শর্মাকে থামাই। শর্মা চেঁচিয়ে বলতে থাকেন, ‘আমি কে, তোমরা জানো না। আমি কী করতে পারি, তোমাদের কোনো ধারণাই নেই।”
ঢাকা/শান্ত