জেন–জিদের ঈদের পোশাক কোথায় পাবেন, কেমন দাম
Published: 29th, March 2025 GMT
জীবনের সবচেয়ে রঙিন সময় বোধ হয় কৈশোর। এই বয়সের ছেলেমেয়েরা সবকিছুই তাদের মর্জিমাফিক করতে পছন্দ করে। মা–বাবা হয়তো হঠাৎ করে খেয়াল করেন, তাঁদের সেই ছোট্ট ছেলে–মেয়ে কখন যেন বড় হয়ে গেছে! সবকিছুতে এখন তারা তাদের মতামত দিতে পছন্দ করে। সাজপোশাকেও ফুটে ওঠে তাদের নিজস্বতা।
ইন্টারনেটের কল্যাণে আজকাল কিশোর-কিশোরীরা বেশ ফ্যাশনসচেতন। কোথায় কী ট্রেন্ড চলছে, সব যেন তাদের নখদর্পণে। ঈদের সময় গরম থাকবে, তাই আবহাওয়ার কথা মাথায় রেখেই ফ্যাশন হাউসগুলো জি প্রজন্মের ঈদপোশাকের নকশা করেছে।
কিশোরদের জন্য জিনস, গ্যাবার্ডিন, কার্গো—সব ধরনের প্যান্টই এবার ট্রেন্ডে থাকছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার।
এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।