রূপগঞ্জে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী।  শনিবার (২৯ মার্চ) দুপুরে তারাব পৌরসভার ৫ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে খাদুন এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

তারাব পৌর জামায়াতে ইসলামীর যুব, আইন, প্রশাসন ও রাজনীতি বিষয়ক সম্পাদক খন্দকার মো. আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মো.

মমিনুল হক সরকার। 

এ সময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, তারাব পৌর জামায়াতে ইসলামী'র আমীর মো. শহিদুল ইসলাম, ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি তানভীর হাসান মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট আয়নাল হক।

ঈদ উপহার সামগ্রী বিতরণে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা কর্মী বাড়িতে বাড়িতে সাহায্য পৌঁছে দেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে। 

সমাজের মানুষের কল্যাণ সর্বদা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন আমাদের প্রতিটি নেতা কর্মী। এসময় সকলকে জনগণের কল্যাণে কাজ করার জন্য জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান বক্তারা।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ঈদ ইসল ম র ব তরণ

এছাড়াও পড়ুন:

দিল্লিতে জেডি ভ্যান্স এবং নরেন্দ্র মোদির বৈঠক আজ

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবার ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ সোমবার তার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। খবর বিবিসির। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী।

বিশ্বব্যাপী ওয়াশিংটনের শুল্কনীতি ঘিরে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগে দেশগুলো দ্রুত চুক্তি চূড়ান্তে আগ্রহ দেখাচ্ছে।

ভ্যান্সের সফরের অংশ হিসেবে তিনি তার স্ত্রী উষা ভ্যান্স এবং সন্তানদের সঙ্গে আগ্রা ও জয়পুর ভ্রমণে যাবেন। তার স্ত্রী উষার পরিবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল।

সোমবার সকালে দিল্লিতে পৌঁছে ভ্যান্স আকসারধাম মন্দির পরিদর্শন করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদি তাকে নৈশভোজে আপ্যায়ন করেন।

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ১৯০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও ট্রাম্প প্রশাসনের মতে, ভারতের উচ্চ শুল্ক হার এবং ৪৫ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ।

সম্প্রতি ভারত কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক হ্রাস করেছে এবং ভবিষ্যতে আরও হ্রাসের সম্ভাবনা রয়েছে।

ভবিষ্যতে ট্রাম্পের সম্ভাব্য ভারত সফর এবং কোয়াড শীর্ষ সম্মেলনে যোগদানের প্রেক্ষাপটে ভ্যান্সের সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ