৯ নম্বরে ধোনি, চেন্নাইয়ের সিদ্ধান্তে সমর্থকদের অসন্তোষ
Published: 29th, March 2025 GMT
চিপকের দুর্গে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) এমন হার কল্পনা করতে পারেননি অনেকেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫০ রানে পরাজয়ের পর সমর্থকদের হতাশার মূল কারণ হয়ে উঠেছে ধোনির ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা। দলের সংকটময় মুহূর্তে কেন অভিজ্ঞ এই ফিনিশারকে আগে নামানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। ব্যাটিংয়ে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ উইকেটে তোলে ১৯৬ রান। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। ১০০ রানের গণ্ডি পার করার আগেই তারা হারিয়ে ফেলে ৭ উইকেট। ব্যাটিং অর্ডারের এমন ধসের পরও কেন ধোনিকে আগে পাঠানো হয়নি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত ৯ নম্বরে নেমে মাত্র ১০ বলে অপরাজিত ৩০ রান করেন ধোনি। তাতে পরাজয়ের ব্যবধানটুকুই কমে, ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানেই থামে সিএসকে।
সাবেক ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘আরসিবির দারুণ জয়! চিপকে এমন জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু ধোনির ৯ নম্বরে ব্যাটিং করা মোটেও যুক্তিসঙ্গত নয়। তিনি যদি উপরের দিকে নামেন, তাহলে সিএসকের নেট রানরেটেরও উন্নতি হবে।’
উথাপ্পার পাশাপাশি ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও সমালোচনা করেছেন। তিনি এক্সে লেখেন, ‘আমি কখনোই ধোনিকে ৯ নম্বরে ব্যাটিং করতে দেখার পক্ষপাতী নই। এটা দলের জন্যও সঠিক সিদ্ধান্ত ছিল না।’
শুধু সাবেক ক্রিকেটাররাই নন, সিএসকে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন, দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ধোনিকে আগে পাঠানো হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পুতিনের ওপর কেন ‘রেগে’ আছেন ট্রাম্প, পরিণাম কী হতে পারে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিরক্ত’। আর পুতিন যদি ইউক্রেনে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার বিক্রি করা জ্বালানি তেলের ওপর অতিরিক্ত আর্থিক দণ্ড আরোপ করবেন।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। তারপর থেকে ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামানোর চেষ্টা করছেন তিনি। এ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনাও করেছেন। তবে রোববারের বক্তব্যের মধ্য দিয়ে রাশিয়াকে নিয়ে নিজের সুরে বড় বদল আনলেন ট্রাম্প।
পুতিনকে নিয়ে ট্রাম্প কী বলেছেনরোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে একটি সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলেন, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে পুতিন যে মন্তব্য করেছেন, তাতে রুশ প্রেসিডেন্টের ওপর ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন তিনি।
ওই সাক্ষাৎকারে জেলেনস্কির পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেনের নেতা হিসেবে জেলেনস্কিকে সরানোর যে কোনো পদক্ষেপ যুদ্ধবিরতির সম্ভাবনাকে নিশ্চিতভাবে বিলম্বিত করবে।
তবে ট্রাম্প এ-ও বলেন, পুতিন জানেন যে মার্কিন প্রেসিডেন্ট তাঁর ওপর রেগে আছেন। এ ছাড়া রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ‘খুব ভালো একটি সম্পর্ক’ রয়েছে। তিনি যদি সঠিক কাজটি করেন, তাহলে রাগ দ্রুত প্রশমিত হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প