বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন জাহানারা
Published: 29th, March 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন অলরাউন্ডার জাহানারা আলম। জাতীয় দলে খেলার জন্য এখনো মানসিক ভাবে ফিট না হওয়ায়, জাহানারার অনুরোধে ক্রিকেট বোর্ড তাকে চুক্তি থেকে বাদ দেয়।
অস্ট্রেলিয় থেকে রাইজিংবিডিকে মুঠোফোনে এই বিষয়টি নিশ্চিত করেছেন জাহানারা। চুক্তি অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতা পাবেন জাহানারা। মার্চ থেকে তিনি আর চুক্তিতে থাকছেন না।
গত ৭ মার্চ জাহানারার বর্তমান অবস্থা জানতে তাকে বিসিবির নারী বিভাগ থেকে মেইল করা হয়। সেই সময় জাহানারা বিসিবিকে জানান, তিনি এখনো খেলার মতো অবস্থায় নেই। তাই যেন তাকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়।
আরো পড়ুন:
‘বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে’ ২০২৭ পর্যন্ত দায়িত্বে সিমন্স
হাসপাতালের পথেই তামিমের ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’, যা জানা গেল
মুঠোফোনে জাহানারা বলেন, “আমি আরও আগেই জানিয়েছিলাম চুক্তিতে না রাখতে। কিছুদিন আগে আমার কাছে মেইল করে বিসিবি। আমি জানিয়েছি, এখনো জাতীয় দলে খেলার অবস্থা নেই। কিছু সময় লাগবে। আর চুক্তিতে যেন না রাখে সেটাও বলেছি।”
সিডনি ক্রিকেট ক্লাবের আমন্ত্রণে জাহানারা অস্ট্রেলিয়া যান। সেখানে ক্লাবটির হয়ে বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত খেলছেন বাংলাদেশি এই তারকা ক্রিকেটার।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিয়েকাণ্ডে পদচ্যুত ফয়সাল, বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব হাফিজ
বিয়েকেন্দ্রিক বিতর্কিত ঘটনার জেরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) বাঙলা কলেজ শাখার সদস্য সচিব ফয়সাল রেজাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদল এই সিদ্ধান্ত গ্রহণ করে।
সোমবার (২১ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র রক্ষার্থে এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছিল।
এ ছাড়াও, ফয়সালের স্থানে হাফিজুর রহমান হাফিজকে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
ঢাকা/এনএইচ