শাকিব খানের সঙ্গে সন্ধ্যা আর রাতটা ছিল বিশেষ, ছিলেন অপু-বুবলীও
Published: 29th, March 2025 GMT
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল শুক্রবার। দিনটি ঘিরে ছিল নানা আয়োজন। তবে সন্ধ্যা আর রাতটা ছিল বিশেষ। কারণ ইফতারের পর দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে আলাদা সময়ে! দারুণ ও সুন্দর কিছু সময় সন্তানদের সঙ্গে কাটান এ অভিনেতা।
জানা যায়, ইফতারের পর বীরকে নিয়ে শাকিবের বাসায় যান বুবলী। বেশ কিছু সময় কাটানোর পর তারা ফিরে গেলে হাজির হন অপু বিশ্বাস ও জয়।
অন্যদিকে, শাকিবের জন্মদিন উদযাপনের সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার দুই ছেলের মা-অপু বিশ্বাস ও শবনম বুবলী।
জন্মদিনের জন্য বিশেষভাবে আনা হয়েছে লাল রঙের একটি কেক, যেখানে আব্রামের পক্ষ থেকে লেখা ছিল- ‘হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা।’ শুধু কেকেই সীমাবদ্ধ থাকেনি আব্রামের ভালোবাসা; নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রেখেছে সে, সঙ্গে যোগ করেছে ছোট্ট হাতের আঁকিবুঁকি।
ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার বা সেলিব্রিটি নয়, বরং একজন আপনজন, যার সঙ্গে আত্মার বন্ধন সবচেয়ে গভীর। শুধু দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন এই সম্পর্ককে। বাবা-ছেলে মেতে ছিল পুরোদিন আনন্দে।’
বিশেষ এই মুহূর্তের ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘‘পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে মেতে ছিল জন্মদিনের উদযাপনে। মনে হচ্ছে, পুরো মাসটাই যেন ‘এস কে মাস’!’’
জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই শাকিব খানের প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন। অপু যেখানে প্রাক্তন স্বামীকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন, সেখানে বুবলীর কাছে শাকিব ‘মহারাজা’।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বুবলী সম্পর্কে যা বললেন মিশা সওদাগর
ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী ও সিয়াম আহমেদ অভিনীয় সিনেমা জংলি। সব শ্রেণীর দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। আলাদাভাবে নজর করেড়ে শবনম বুবলীর বুদ্ধিদীপ্ত উপস্থিতি ও অভিনয়। বতমানে দেশের প্রথম সারির নায়িকাদের একজন শবনম বুবলী। শুটিং সেটে ডিসিপ্লিন মেনে চলার সুনাম রয়েছে তার।
জংলি সিনেমার একটি দৃশ্য
আরো পড়ুন:
স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম
মারা গেছেন হিরো আলমের বাবা
সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে খলনায়ক মিশা সওদাগর বলেন, ‘‘শুটিংসেটে যখন বুবলী বসে থাকে তখন ওকে দেখলে মনে হয় না যে একজন নায়িকা বসে আছে। বাতাসও মনে হয় ডিস্টার্ব অনুভব করে না। এত ডিসিপ্লিন। এই ডিসিপ্লিননেসটা অসাধারণ। মানুষকে সম্মান করার ব্যাপারটা অসাধারণ।’’
বুবলীর জন্য মিশা সওদাগরের পরামর্শ হচ্ছে, বুবলী যেন মানুষকে ছাড় দেয়।
মিশা সওদাগর বলেন, ‘‘যত বেশি ছাড় দিবা তত ভালো। ছাড় দাও। সব কিছুতে ছাড় যতই দিবা অতই ভালো থাকবা। জীবনতো একটাই ছাড় দাও।’’
ঢাকা/লিপি