নাটকের শুটিংয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী। কাজে একটু ফুরসত পেলেই ঘুরে বেড়িয়েছেন দেশটির এ-শহর, ও-শহর। শোনালেন তেমনই একটি অভিজ্ঞতা।

অস্ট্রেলিয়ায় একাধিক নাটকের শুটিং। তাই বলে একটু ঘুরব না! সহশিল্পী খায়রুল বাসারের সঙ্গে বিষয়টা নিয়ে কথাও বলেছিলাম। কিন্তু সিডনিতে টানা শুটিংয়ে সময় বের করাটাই কঠিন হয়ে পড়ল। একঘেয়েমিও পেয়ে বসল। মন চাইছিল কোথাও একটু ঘুরতে যাই। এর মধ্যেই পাওয়া গেল বিরতি। সময়টা ঘুরেফিরে কাটাতে পারলে মন্দ হয় না। ব্যবস্থা করে দিল আমার কাজিন। সে-ও আমার অবসরের অপেক্ষায় ছিল সস্ত্রীক। সিদ্ধান্ত হলো তাদের সঙ্গে লা-পেরুজে যাব।

হলিউডের অনেক সিনেমার শুটিং সিডনির এই শহরতলিতে হয়েছে। জায়গাটা পর্দায় দেখা। সিনেমার সেসব দৃশ্যের কথা মনে পড়তেই আনন্দে নেচে উঠল মন। লা পেরুজের সূর্যাস্তের কথা তো কতই শুনেছি। পরে আমার কাজিনদের কাছ থেকেও জানলাম। তারাও অনেকবার গিয়েছে।

লা পেরুজে পৌঁছেই মনটা ভালো হয়ে গেল। পরিচ্ছন্ন আর খোলামেলা সৈকত, আবহাওয়াটাও দারুণ।

গাঙচিলদের সঙ্গে কিছুটা সময়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোবাইল রোমিং বিল টাকায় নিতে হবে

বিদেশে গিয়ে বাংলাদেশি সিম ব্যবহারের জন্য রোমিং সেবার বিপরীতে চার্জ টাকায় নেওয়ার জন্য মোবাইল অপারেটরদের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল রোমিং সেবা সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়। একজন গ্রাহক থেকে প্রতিবার ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং প্রতি পঞ্জিকা বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বিল নেওয়া যাবে।

রোমিং সেবা চালু করার সময় মোবাইল অপারেটরদের নির্দিষ্ট কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। যার মধ্যে রয়েছে- একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহার করা হলেও আলোচ্য সীমা অতিক্রম করা যাবে না। ভ্রমণকারীর বৈধ ভিসা ও টিকিট থাকতে হবে। 

রোমিং সেবা ভ্রমণের এক সপ্তাহ আগে চালু করতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, মোবাইল অপারেটররা বিদেশের নেটওয়ার্ক অপারেটরদের অর্থ পরিশোধ করতে পারবে। তবে এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে নির্দিষ্ট কিছু নির্দেশনা পরিপালন করতে হবে।

এর আগে বাংলাদেশি ভ্রমণকারীরা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় রোমিং সেবাগ্রহণ করতে পারতেন। টাকায় বিল পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন হতো।

ব্যবসা সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে মোবাইল অপারেটর কর্তৃক মূল্য সংযোজিত সেবা প্রসারের ক্ষেত্রে আলোচ্য সিদ্ধান্ত সহায়ক হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • মোবাইল রোমিং বিল টাকায় নিতে হবে