ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সম্প্রতি বীরের জন্মদিন উদযাপন করেছেন শাকিব খান। এই রেশ কাটতে না কাটতেই শাকিব খানের জন্মদিনে বীরের পক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। বাবা, ছেলে দুইজনের নামের শরু  ‘এস’ দিয়ে। তাইতো বুবলী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে দিলেন, ‘‘পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।’’

শুক্রবার মধ্যরাতে ফেসবুকে কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ওই পোস্টের ক্যাপশনে এসব কথা লেখেন বুবলী।

ভিডিওতে দেখা যায়, বীরকে নিয়ে একটি ‘স্টার’ মোটিফের কেক কাটেন শাকিব। কেকের ওপরে বীরের পক্ষ থেকে লেখা- ‘‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’’ এরপর কেক কেটে বীরকে তা খাইয়ে দিতেও দেখা যায় শাকিবকে।

আরো পড়ুন:

লুঙ্গি পরার কারণ ব্যাখ্যা করলেন বুবলী

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?

বুবলীর এই পোস্টে ৭০ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা  

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার। 

এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। 

শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ