কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় ঈদের জামাতে এবার প্রায় ৬ লাখ মুসল্লির সমাগম হতে পারে বলে ধারণা করছেন আয়োজকরা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলেনে শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাতে নিরাপত্তাসহ সামগ্রিক প্রস্তুতির বিষয়ে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাব। ঈদগাহ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, র‌্যাব-১৪ ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী গণমাধ্যমকর্মীদের সামনে সার্বিক বিষয়ে প্রস্তুতির তথ্য জানান।

এ সময় তাঁরা বলেন, এবারের জামাতে প্রায় ৬ লাখ মুসল্লির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। ১১শ’ পুলিশের পাশাপাশি সেনা সদস্য, পর্যাপ্ত র‌্যাব, আনসার-ভিডিপি ছাড়াও ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। নিজ নিজ বাহিনীর পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করবেন। পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। ঈদগায় ৬টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। থাকবে ক্যামেরাবাহী ড্রোন। বসানো হয়েছে ৬৪টি সিসি ক্যামেরা। 

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, চার স্তরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে হবে। কেবলমাত্র জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ডিভাইস, ব্যাগ ও ছাতা নিয়ে প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে।  

২০১৬ সালে জঙ্গি হামলার কারণে পরের বছর থেকেই নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহে সুপেয় পানির ব্যবস্থা থাকবে। ফায়ার সার্ভিস ও মেডিক্যাল টিম মোতায়েন থাকবে। মুসল্লিদের ওজু ও পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। 

ঈদের আগের দিন দূরবর্তী যেসব মুসল্লি আসবেন, আশপাশের বিভিন্ন বিদ্যালয় ও মসজিদে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন দূরের মুসল্লিদের আসার জন্য সকাল পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং সকাল ৬টায় ভৈরব থেকে দু’টি ঈদ স্পেশাল ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে। নামাজ শেষে বেলা ১২টায় দু’টি ট্রেন আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। জামাত শুরু হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, র‌্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশরাফুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুকিত সরকার, ঈদগাহ কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.

এরশাদ মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ র জ ম ত ক শ রগঞ জ ব যবস থ ঈদগ হ

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার গোয়ারী বালিকা মাদ্রাসা সামনের ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন উপজেলার পূর্ব ভালুকা মণ্ডলপাড়া এলাকার মো. আজগর আলীর ছেলে পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. লাল মিয়া (৩২) ও ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সূর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)।

দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (২৫), লাল মিয়ার মামি জ্যোৎস্না আরা (৬৫) ও সিএনজিচালিত অটোরিকশাচালক রোমান মিয়া (৪২)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে গোয়ারী বালিকা মাদ্রাসা সামনের ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত অন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রোকেয়া আক্তারের মৃত্যু হয়।

নিহতের স্বজনেরা জানান, লাল মিয়া তাঁর এক অসুস্থ খালাকে দেখতে অটোরিকশায় করে পাশের উপজেলার শ্রীপুরে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে তিনি মারা যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকার আকাশে কালো মেঘ
  • ‘পুতের মুহেত্তে একটাবার মা ডাক হুনবার চাই’
  • বৈষম্যবিরোধীর ব্যানারে কতিপয় সন্ত্রাসী ক্যাম্পাসে দখলদারিত্ব কায়েম করেছে: ছাত্রদল
  • ময়মনসিংহে পেট্রল বিক্রির দোকানে পুড়ে অঙ্গার ব্যবসায়ী
  • ভাগনিকে এগিয়ে দিচ্ছিলেন মারফত, হঠাৎ মোটরসাইকেলে এসে কোপাতে থাকে যুবকেরা
  • কোন ক্ষমতাবলে ১৩টি পত্রিকাকে শোকজ করল ময়মনসিংহের জেলা প্রশাসন
  • কভার্ডভ্যান চুরির পর টুকরো টুকরো করেন তারা
  • একই শিরোনামে একই সংবাদ ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
  • ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ
  • ময়মনসিংহে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত