শোলাকিয়ায় ঈদের জামাতে ৬ লাখ মুসল্লি সমাগমের আশা
Published: 29th, March 2025 GMT
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় ঈদের জামাতে এবার প্রায় ৬ লাখ মুসল্লির সমাগম হতে পারে বলে ধারণা করছেন আয়োজকরা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলেনে শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাতে নিরাপত্তাসহ সামগ্রিক প্রস্তুতির বিষয়ে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও র্যাব। ঈদগাহ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, র্যাব-১৪ ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী গণমাধ্যমকর্মীদের সামনে সার্বিক বিষয়ে প্রস্তুতির তথ্য জানান।
এ সময় তাঁরা বলেন, এবারের জামাতে প্রায় ৬ লাখ মুসল্লির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। ১১শ’ পুলিশের পাশাপাশি সেনা সদস্য, পর্যাপ্ত র্যাব, আনসার-ভিডিপি ছাড়াও ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। নিজ নিজ বাহিনীর পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করবেন। পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। ঈদগায় ৬টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। থাকবে ক্যামেরাবাহী ড্রোন। বসানো হয়েছে ৬৪টি সিসি ক্যামেরা।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, চার স্তরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে হবে। কেবলমাত্র জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ডিভাইস, ব্যাগ ও ছাতা নিয়ে প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে।
২০১৬ সালে জঙ্গি হামলার কারণে পরের বছর থেকেই নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহে সুপেয় পানির ব্যবস্থা থাকবে। ফায়ার সার্ভিস ও মেডিক্যাল টিম মোতায়েন থাকবে। মুসল্লিদের ওজু ও পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।
ঈদের আগের দিন দূরবর্তী যেসব মুসল্লি আসবেন, আশপাশের বিভিন্ন বিদ্যালয় ও মসজিদে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন দূরের মুসল্লিদের আসার জন্য সকাল পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং সকাল ৬টায় ভৈরব থেকে দু’টি ঈদ স্পেশাল ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে। নামাজ শেষে বেলা ১২টায় দু’টি ট্রেন আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। জামাত শুরু হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশরাফুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুকিত সরকার, ঈদগাহ কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদ র জ ম ত ক শ রগঞ জ ব যবস থ ঈদগ হ
এছাড়াও পড়ুন:
ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের ৯ সতর্কবার্তা
মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের পর বাংলাদেশেও ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি দেশে ভূমিকম্প মোকাবিলায় সকল পর্যায়ে পূর্বপ্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য ৯টি বিষয়ে সতর্কতা জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে শুক্রবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটি’র মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪। এতে দেশ দুটি বেশ ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় ভূমিকম্প মোকাবিলার জন্য সকল পর্যায়ে পূর্বপ্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।
(১) বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ
(২) ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলোর সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ
(৩) সকল বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা জোরদার
(৪) ইউটিলিটি সার্ভিস যেমন গ্যাস, পানি ও বিদ্যুতের লাইনের সঠিকতা নিশ্চিত
(৫) ভূমিকম্প চলাকালীন ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া অনুশীলন ও প্রচারের ব্যবস্থা
(৬) জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসাপাতাল ও অন্যান্য জরুরি নম্বর ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন বা স্থাপনায় সংরক্ষণ এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখা
(৭) ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করে দুর্যোগকালীন সময়ে কার্যকর ভূমিকা রাখা
(৮) জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জামাদি যেমন- টর্চলাইট, রেডিও (অতিরিক্ত ব্যাটারিসহ), বাঁশি, হ্যামার, হেলমেট বা কুশন, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, ফার্স্ট এইড বক্স, শিশু যত্নের সামগ্রী ইত্যাদি বাসা-বাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা যাতে ভূমিকম্প পরবর্তীতে আটকা পড়লে তা ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করা যায় এবং
(৯) সকল পর্যায়ে তদারকি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করা
এসব বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন কার্যক্রম চালু রেখেছে। যেকোনো তথ্যের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের এই নম্বর ০১৭২২৮৫৬৮৬৭, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর ১০২ যোগাযোগ এবং ফায়ার সার্ভিসের ওয়েবসাইট www.fireservice.gov.bd থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।