হতাশায়-ব্যর্থতায় শেষ হলো ব্রাজিলের দরিভাল-যুগ, এরপর কী
Published: 29th, March 2025 GMT
গত বছরের সেপ্টেম্বরে দরিভাল জুনিয়র বলেছিলেন, ‘আমরা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলব। আমি ১০০ ভাগ নিশ্চিত।’ ব্রাজিলের বর্তমান পারফরম্যান্স নিয়ে যতই আক্ষেপ থাকুক, দরিভালের এই কথাটা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। দলটা যে ব্রাজিল, যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য তাদের ঠিকই আছে।
ফলে ব্রাজিলের ফাইনাল খেলার যে স্বপ্ন, তা হয়তো পূরণ হয়েও যেতে পারে। কিন্তু দরিভালের ভবিষ্যদ্বাণী যদি শেষ পর্যন্ত সত্যি হয়ও, সেই ঘটনার নৈপুণ্য নায়ক হওয়ার আর কোনো সুযোগ নেই দরিভালের। ব্যর্থতার দায় নিয়ে বিশ্বকাপের যে প্রায় ১৪ মাস আগেই ছাঁটাই হয়েছেন দরিভাল। এর মধ্য দিয়ে শেষ হলো ব্রাজিল দলে তাঁর প্রায় ১৪ মাসের অধ্যায়ও।
২০২২ সালের কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই হার দিয়ে শুরু হয় ব্রাজিলের ফুটবলের বেদনাদায়ক একটি অধ্যায়। সম্ভবত ব্রাজিলের ফুটবলের যেকোনো অতীত ব্যর্থতাকে ছাপিয়ে গেছে বিশ্বকাপোত্তর সময়টা। তবে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হচ্ছে, সেই সময়টা এখনো শেষ হয়ে যায়নি। বরং ব্রাজিলের ব্যর্থতায় মোড়ানো সময় এখনো চলমান, যার সর্বশেষ ধাক্কা হচ্ছে ব্যর্থতার জেরে দরিভালের চাকরি হারানোর ঘটনা।
কাতার বিশ্বকাপে ব্যর্থতার পরই দায়িত্ব ছাড়েন সে সময়ের কোচ তিতে। তখন নতুন কোচ নিয়ে বিভক্ত হয়ে পড়েন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলাররা। রোনালদো নাজারিওর মতো কেউ কেউ বিদেশি কোচ চাইলেও রিভালদোসহ অনেকেই থাকেন দেশি কোচের পক্ষে। এই তর্কবিতর্কের মধ্যেই ব্রাজিল নতুন কোচ নিয়োগ ঝুলে থাকে দীর্ঘদিন।
আরও পড়ুনআর্জেন্টিনার বিপক্ষে হারের জেরে বরখাস্তই হলেন ব্রাজিল কোচ দরিভাল ৬ ঘণ্টা আগেসে সময় অন্তর্বর্তীকালীন কোচ দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিল দলটি। পরবর্তী সময়ে ২০২৩ সালের জুলাইয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাত দিয়ে এএফপি জানায়, ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ হচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। সে সময় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফার্নান্দো দিনিজকে নতুন করে দায়িত্বও দেওয়া হয় দলটির।
কিন্তু একই বছরের নভেম্বরে বদলে যায় দৃশ্যপট। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেন আনচেলত্তি। আর সেই নাটকীয়তার মধ্যে কোচ হিসেবে আবির্ভূত হন দরিভাল। ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ দরিভাল তখন সাফল্যের চূড়ায় অবস্থান করছিলেন।
একের পর এক ব্যর্থতায় শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো দরিভালকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দর ভ ল র ব শ বক প ফ টবল র
এছাড়াও পড়ুন:
‘র্যানডম’ কাজটি হয়ে গেছে: মৌসুমী নাগ
ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘চক্কর’ এ অভিনয় করে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী মৌসুমী নাগ। আট বছর আগে তার অভিনীত ‘রানআউট’ সিনেমা মুক্তি পায়। এরপর তাকে ধারাবাহিক নাটকে দেখা গেলেও সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। বলতে গেলে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী।
মৌসুমী নাগ একটি সাক্ষাৎকারে বলেছেন, মা হওয়ার পরে সন্তান ও পরিবারকে সময় দেওয়ার জন্য অভিনয়ে নিয়মিত হতে পারেননি। এ ছাড়া তিনি অভিনিয়ের জন্য মুখিয়েও ছিলেন না। কিন্তু কাজটি র্যানডম হয়ে গেছে।
মৌসুমী নাগ ‘চক্কর’ সিনেমাতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাতে, তিনি একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাতে তার সন্তান খুন হয়। এরপর একটি ইমোশনাল জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।
আরো পড়ুন:
ইমনের সঙ্গী হলেন দীঘি
বাংলার কণ্ঠে বিশ্ব মুগ্ধ, আমেরিকায় রয়া চৌধুরীকে সম্মাননা
মৌসুমী নাগ বলেন, ‘‘শুটিংয়ে আমার একমাত্র কাজ ছিল সিনেমার চরিত্রের ইমোশনটা ধরে রাখা। আমার পরিবার আছে, সন্তান আছে। নিজের পরিস্থিতিকে সামনে এনে চরিত্রের সঙ্গে বোঝাপড়া তৈরি করেছি।’’
সিনেমায় তিনি যে চরিত্রটি ধারণ করেছেন, সেই চরিত্রটি যেন বাস্তবে কারও না হয়, এমনটাই প্রত্যাশা এই অভিনেত্রীর।
ঢাকা/লিপি