‘স্বপ্নের জগৎটা একেবারেই বদলে গেছে’
Published: 29th, March 2025 GMT
কখনও ভাবেননি রঙিন ভুবনে পদচারণ হবে তাঁর। কিন্তু হঠাৎ করেই সামাজিক মাধ্যমে এক নির্মাতার কাছ থেকে পেয়ে যান অভিনয়ের প্রস্তাব। সাহস করে দাঁড়িয়ে যান ক্যামেরা সামনে। সেই শুরু। এরপর কাজ করতে করতে কখন যে অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হয়ে গেছে, তা বুঝতেই পারেননি সুনেরা সিনথিয়া। যখন বুঝতে পারলেন, তখন দেখলেন স্বপ্নের জগৎটা একেবারেই বদলে গেছে। তাই অভিনয়কে আপন করে নিতে আর সময় লাগেনি। এই হলো তরুণ অভিনেত্রী ও মডেল সুনেরা সিনথিয়ার সেলুলয়ডের জগতে ব্যস্ত হয়ে ওঠার ইতিবৃত্ত।
২০২২ সালে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘ওপেন কিচেন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়ায় অভিষেক তাঁর। এরপর বেশ কয়েকটি নাটকে তাঁকে দেখা গেছে। অভিনয়টা ধারাবাহিক নাটক দিয়ে শুরু হলেও এখন একক নাটক নিয়ে তাঁর ব্যস্ততা। আসছে ঈদের জন্য সুজন হাবিবের পরিচালনায় ‘শালা দুলাভাই’ নামে রোমান্টিক গল্পের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এটি প্রচার হবে এশিয়ান টিভিতে। পরে দেখা যাবে ইউটিউবে। এ ছাড়া সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘হিল্লা বর’ নামে একটি নাটকে। এটি প্রচার হচ্ছে ইউটিউবে। অভিনয়ের পাশাপাশি সুপার শপ স্বপ্নের ওভিসি ও ভিশনের বিজ্ঞাপনেও মুখ দেখিয়েছেন তিনি।
সুনেরা সিনথিয়া বলেন, মানুষ যখন সামাজিক মাধ্যমে ছবি দেখে বলত ‘তুমি তো অভিনয় করতে পারো’, তখনই মডেলিং ও অভিনয়ের স্বপ্ন দেখি। মাঝে মাঝে আমি ভাবতাম, পারব কী পারব না। যখন টুকটাক করতে করতে শিখলাম, তখন কনফিডেন্ট লেভেল বাড়ল। মনে হলো যদি লেগে থাকি, তাহলে অভিনয় করতে পারব। কতটুকু পেরেছি, দর্শকই ভালো বলতে পারবেন।’
এই সময়ে ক্যারিয়ার পরিকল্পনা নিয়েও সুনেরা কথা বলেন, ‘তিন বছরের অভিনয় ক্যারিয়ার হলেও পড়াশোনার জন্য অভিনয়ে বেশি মনযোগী হতে পারিনি। সম্প্রতি ম্যানেজমেন্টে বিবিএ শেষ করেছি। পড়াশোনার চাপ একটু কম। এখন পুরোদমে কাজ শুরু করব বলে ভাবছি।’ দর্শক মনে দাগ কাটার মতো আরও কিছু কাজ করতে চান সুনেরা। ছোট পর্দার পাশাপাশি ভালো গল্প ও চরিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে নিজেকে মেলে ধরার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন, ব্যস্ত কেবল নারী দল
ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ড শেষে ক্রিকেটাররা এখন ঈদের ছুটিতে। ৬ এপ্রিল শুরু হবে নবম রাউন্ডের খেলা। এরপর জাতীয় দলের খেলোয়াড়রা ব্যস্ত হয়ে পড়বেন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে। অধিকাংশ ক্রিকেটার ঈদ উদযাপন করতে গেছেন গ্রামের বাড়িতে।
এদিকে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও ছুটিতে রয়েছে। তবে নারী ক্রিকেট দলের জন্য ছুটি নেই। ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে ৩ এপ্রিল পাকিস্তানে উড়াল দেবে নিগার সুলতানারা।
বিশ্বকাপ বাছাই ঘিরে নারী দল ইতোমধ্যে দুই সপ্তাহের ক্যাম্প শুরু করেছে, যা চলবে ২ এপ্রিল পর্যন্ত। ঈদের দিন ক্যাম্প বন্ধ থাকলেও মানসিকভাবে চাঙ্গা রাখতে বিশেষ কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে কোচদের। ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানে ছয় দলের এই বাছাইপর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। শীর্ষ দুই দল মূল বিশ্বকাপে জায়গা পাবে।
ঈদের ছুটি শেষে ১৩ এপ্রিলের মধ্যে শেষ হবে ঢাকা লিগের প্রথম পর্বের ১১ রাউন্ডের খেলা, এরপর শুরু হবে সুপার লিগ। এদিকে ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এপ্রিলের শুরুতে শ্রীলঙ্কা যাবে। ঈদের আগে রাজশাহী ও বগুড়ায় ক্যাম্প করলেও আপাতত তারা ছুটিতে রয়েছে। এক সপ্তাহের ছুটি শেষে তরুণ ক্রিকেটাররা আবার ফিরবেন অনুশীলনে।