Samakal:
2025-04-21@09:59:20 GMT

পেঁয়াজের ফলন ও দামে অখুশি চাষি

Published: 29th, March 2025 GMT

পেঁয়াজের ফলন ও দামে অখুশি চাষি

দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা ঝিনাইদহের শৈলকুপার হাট-বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। তবে আশানুরূপ ফলন ও দাম না হওয়ায় হতাশ চাষিরা। তারা বলছেন, সাধারণত গড়ে বিঘাপ্রতি ৫০ থেকে ৬০ মণ পেঁয়াজ উৎপাদন হয়। সেখানে বিঘাপ্রতি গড়ে ২০ থেকে ৩০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। বর্তমান বাজার মূল্যে প্রতি মণ সর্বোচ্চ ৮শ থেকে ১১শ টাকা। এরকম মূল্য থাকলে আমাদের লাভতো দূরে থাক আসল নিয়ে চিন্তা করতে হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ১৩ হাজার হেক্টরের বেশি জমিতে পেঁয়াজ রোপণ হয়েছে। যা গত মৌসুমের তুলনায় ৫ হাজার হেক্টর বেশি। 

শনিবার শৈলকুপা বাজারের পেঁয়াজ বিক্রি করতে আসা চাষি শরিফ বিশ্বাস বলেন, পেঁয়াজের যে দাম তাতে খরচের টাকা ওঠা মুশকিল। এবার বিঘাপ্রতি খরচ হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১শ’ থেকে ১২শ’ টাকা মণ। হাইব্রিড জাতের সুখসাগর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭শ’ থেকে ৮’শ টাকা মণ। গড়ে বিঘাপ্রতি উৎপাদন হয়েছে ২০ থেকে ৩০ মণ। ফলে পেঁয়াজ বিক্রি করে উৎপাদন খরচ
ঘরে আসবে না।

আউশিয়া গ্রামের চাষি মনিরুল ইসলাম বলেন, ৭ বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন করেছি। বিঘাপ্রতি খরচ হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। বিক্রি হচ্ছে ৭শ’ থেকে ১১শ’ টাকা মণ। লোকসানের মুখে আমরা।

পাইকারি ব্যবসায়ী রোকনুজ্জামান বলেন, বাজারে পেঁয়াজ বেশি। তাই ১১শ’ থেকে ১২শ’ টাকা মণ বিক্রি হচ্ছে। 

পেঁয়াজ মজুতদার হাজী নুরুজ্জামান বলেন, গত মঙ্গলবারের তুলনায় শনিবার পেঁয়াজের মণে ১ থেকে ২শ’ টাকা বেশি। 

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, পেঁয়াজের ফলন অনেক কম। ফলে এখন যে দাম তাতে চাষির খরচের টাকা পূরণ হবে না। দাম একটু বাড়লে চাষিরা পরিশ্রমের টাকা তুলতে পারবে।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ লক প

এছাড়াও পড়ুন:

শ্রমিকের পাওনা পরিশোধ করেনি ক্রাফটসম্যান, নিরীক্ষকের আপত্তি

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত নতুন কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়নি। তাই কোম্পানিটির আর্থিক হিসাব নিরীক্ষায় এমন অসঙ্গতির তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, ক্রাফটসম্যান ফুটওয়্যারে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) ৭৩ লাখ ৫২ হাজার টাকা রয়েছে। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের আগের ৪৭ লাখ ১ হাজার টাকা অন্তর্ভুক্ত আছে।

কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী, অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরণের বিধান রয়েছে। কিন্তু ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরণ না করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন ক্রাফটসম্যান ফুটওয়্যার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ক্রাফটসম্যান ফুটওয়্যারের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৮ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতীত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৪.৭৮ শতাংশ। কোম্পানিটির রবিবার (২০ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ২৯.৯০ টাকায়।

ঢাকা/এনটি/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ