প্রায় ১৮ বছর পর ঘরের মাঠে চেন্নাইয়ের ‘অন্যরকম’ হার
Published: 29th, March 2025 GMT
ঘরের মাঠেই ছন্নছাড়া পারফরম্যান্স চেন্নাই সুপার কিংসের (সিএসকে)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ৭ উইকেটে করা ১৯৬ রান তাড়া করতে গিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে থামে হয় মহেন্দ্র সিং ধোনিদের ইনিংস। ৫০ রানে আরসিবির কাছে হারল সিএসকে। আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করল বিরাট কোহলিরা।
বছরের হিসেবে প্রায় ১৮ বছর আর দিনের হিসেবে ৬ হাজার ১৫৪ দিন পর চিদাম্বারাম স্টেডিয়ামে স্বাগতিক চেন্নাইয়ের বিপক্ষে জয় পেল বেঙ্গালুরু। এইপিএলের ইতিহাসে আরসিবির প্রথম জয়টা এসেছিল এই মাঠেই। ২০০৮ সালের প্রথম আসরেই বেঙ্গালুরু পেয়েছিল এমন জয়। ২১ মে’র সেই ম্যাচে চিদাম্বারাম স্টেডিয়ামে চেন্নাইকে ১৪ রানে হারায় বেঙ্গালুরু।
আরো পড়ুন:
আইপিএলে নতুন দায়িত্ব নিয়ে আসছেন ধোনি
গুরবাজের মধ্যে ধোনির ছায়া দেখেন গাভাস্কার
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কোনো কথা না বলেও অনেক কথা বললেন সুনেরাহ্
লিখনের মুখে কোনো কথা নেই। তবে চোখ আর অভিব্যক্তিতে হাজারও কথা। কথা বলতে না পারা চরিত্রটিকে কড়ায়–গন্ডায় পড়তে পেরেছেন দর্শক। চরিত্রটির নির্বাক চাহনিতে মুগ্ধ হয়েছেন দর্শক। পর্দা থেকে দর্শকের হৃদয়জুড়ে মায়া ছড়িয়েছেন লিখন; কখনো হাসিয়েছেন, কখনো ভাবিয়েছেন।
লিখন চরিত্রটিকে প্রাণ দিয়েছেন সুনেরাহ্। ক্যারিয়ারে প্রথমবার বাক্প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন, প্রথমবারই লেটার মার্ক নিয়ে উত্তীর্ণ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ লিখছেন, চরিত্রটির মায়ায় পড়ে গেছেন তাঁরা।
প্রস্তাবটা পাওয়ার পর ভাবতে সময় নেননি সুনেরাহ্। লিখনের জন্যই যেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তিনি, ‘ক্যারিয়ারে এমন কিছু চরিত্র করে যেতে চাই। ফলে ভাবতে সময় নিইনি। চলচ্চিত্রের গল্পটাও দারুণ।’
‘ন ডরাই’–এর কথা নিশ্চয়ই মনে আছে! চলচ্চিত্রে আয়েশা চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরাহ্। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রে প্রিয়াম চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’-তেও অভিনয় করেছেন। বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে নজর কেড়েছেন তিনি।
‘দাগি’ চলচ্চিত্রে বাক্প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্