এক কেজি লাচ্ছা সেমাইয়ের দাম ২ হাজার টাকা
Published: 29th, March 2025 GMT
ঈদ এলে সেমাইয়ের চাহিদা বাড়ে। এবারও ব্যতিক্রম নয়। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বেড়েছে পণ্যটির চাহিদা। এর জেরে দামও কিছুটা ঊর্ধ্বমুখী। রাজধানী ঢাকার কয়েকটি বাজার আর সুপারশপ ঘুরে ব্র্যান্ড, ওজন আর মানভেদে একেকটি সেমাইয়ের প্যাকেট ৪৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ২ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেল।
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার সুপারশপ ইউনিমার্টে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, খাস ফুড সিগনেচার সিরিজের ৪০০ গ্রামের একেকটি লাচ্ছা সেমাইয়ে প্যাকেট ৭৯০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাবে পণ্যটির প্রতি কেজির দাম পড়ে প্রায় ২ হাজার টাকা। কথা বলে জানা গেল, এই লাচ্ছা সেমাই ঘিয়ে ভাজা। তাই দামও কিছুটা বেশি। এ ছাড়া এই সুপার শপে অন্যান্য ব্র্যান্ডের ২০০ গ্রামের প্যাকেটজাত সেমাই ৪৫ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।
একই এলাকায় স্বপ্ন সুপারশপে গিয়ে দেখা যায়, ড্যান ফুডসের প্রতি কেজি প্রিমিয়াম লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ১ হাজার ৮০ টাকায়। এখানে এটাই সবচেয়ে বেশি দামের সেমাই।
গুলশান-১ ও বনানী এলাকায় কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, ওয়েল ফুডের লাচ্ছা সেমাইয়ের ৪০০ গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে ২১০ টাকায়। ভারতীয় একটি ব্র্যান্ডের লাচ্ছা সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট ২৪৫ টাকায় বিক্রি হতে দেখা গেল। এ ছাড়া অলিম্পিয়া লাচ্ছা সেমাই ৫০০ গ্রামের প্যাকেট ৩৭০ টাকায়, মিঠাইয়ের লাচ্ছা সেমাইয়ের ২৫০ গ্রামের প্যাকেট ১০০ টাকায় এবং কুলসনের ১৮০ গ্রামের প্যাকেট ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুনকুমিল্লায় ঈদকে সামনে রেখে সেমাই তৈরির ধুম৩ ঘণ্টা আগেমেট্রো ব্র্যান্ডের ১০০ গ্রামের একেকটি প্যাকেজজাত লাচ্ছা সেমাই ৫০ টাকা, কিশোয়ানের ২০০ গ্রাম প্যাকেটজাত লাচ্ছা সেমাই ৭৫ টাকা এবং কুলসনের ২০০ গ্রামের লাল সেমাইয়ের প্যাকেট ৪৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেল।
বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার প্রতি প্যাকেট সেমাইয়ে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সেমাই মূলত ঈদুল ফিতরে বেশি বিক্রি হয়। অনেকটা মৌসুমি পণ্য হওয়ায় এর দাম ওঠানামা নিয়ে কর্তৃপক্ষের নজরদারিও তুলনামূলক কম।
ব্যবসায়ীরা আরও বলছেন, সেমাই তৈরির প্রধান উপাদান ময়দা, সুজি, চিনি আর তেলের দাম বাড়তি থাকার কারণে এবার সেমাইয়ের দাম কিছুটা বেড়েছে।
খাস ফুড সিগনেচার সিরিজের ৪০০ গ্রামের একেকটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট ৭৯০ টাকায় বিক্রি হচ্ছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ২০০ গ র ম
এছাড়াও পড়ুন:
যৌন কেলেঙ্কারি থেকে ওভাল অফিসে
প্রায় দুই দশক হয়ে গেল ধারাবাহিকভাবে নিজেকে পপ কালচারের আলোচিত চরিত্র হিসেবে ধরে রেখেছেন কার্ডাশিয়ান। তাঁর প্রতিটি পদক্ষেপই যেন জন্ম দেয় আলোচনার। খুব কম তারকাই এতটা তারকাখ্যাতি সামলাতে পারেন, কিন্তু কার্ডাশিয়ান অন্য ধাতুতে গড়া। বিখ্যাত হওয়ার জন্যই যেন বিখ্যাত হয়েছেন তিনি।
এই এখন যেমন একটি মামলাকে কেন্দ্র করে আলোচনায় ৪৪ বছর বয়সী এই তারকা। ২০১৬ সালে প্যারিস ফ্যাশন উইকে গিয়ে ডাকাতের কবলে পড়েছিলেন। হোটেলকক্ষে সেই ডাকাতির ঘটনায় তাঁর কয়েক মিলিয়ন ডলারের অলংকার খোয়া যায়। কার্ডাশিয়ান অভিযোগ করেন, মাথায় অস্ত্র ঠেকিয়ে এসব অলংকার লুট করা হয়। চুরি যাওয়া অলংকারের মধ্যে ছিল কার্ডাশিয়ানের তখনকার স্বামী র্যাপার কানিয়ে ওয়েস্টের দেওয়া হীরার আংটি। এ ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করা হয়। ২৮ এপ্রিল প্যারিসে মামলাটির পরবর্তী শুনানি।
তারকাখ্যাতি
১৯৮০ সালের ২১ অক্টোবর লস অ্যাঞ্জেলেস কিম কার্ডাশিয়ানের জন্ম। বড় হতে নানা ধরনের ঘটনার সাক্ষী হন তিনি। ১৯৯১ সালে তাঁর বাবা দুঁদে আইনজীবী রবার্টের সঙ্গে মা ক্রিসের বিচ্ছেদ হয়ে যায়। আবার বিয়ে করেন মা। পাত্র ১৯৭৬ সালের অলিম্পিকে ডেকাথলনজয়ী ব্রুস জেনার। পরে ব্রুস আবার রূপান্তরিত হন। নাম হয় কেইলিন জেনার। বছর কয়েক পর কার্ডাশিয়ানের বাবা রবার্ট বিখ্যাত এক মামলা লড়েন। ১৯৯৫ সালে মার্কিন ফুটবল কিংবদন্তি ওজে সিম্পসনের বিরুদ্ধে সাবেক স্ত্রী ও তাঁর বন্ধুকে হত্যার অভিযোগ ওঠে। সিম্পসনের হয়ে রবার্টই মামলাটি লড়েন এবং সিম্পসনকে ছাড়িয়ে আনেন।