এক কেজি লাচ্ছা সেমাইয়ের দাম ২ হাজার টাকা
Published: 29th, March 2025 GMT
ঈদ এলে সেমাইয়ের চাহিদা বাড়ে। এবারও ব্যতিক্রম নয়। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বেড়েছে পণ্যটির চাহিদা। এর জেরে দামও কিছুটা ঊর্ধ্বমুখী। রাজধানী ঢাকার কয়েকটি বাজার আর সুপারশপ ঘুরে ব্র্যান্ড, ওজন আর মানভেদে একেকটি সেমাইয়ের প্যাকেট ৪৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ২ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেল।
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার সুপারশপ ইউনিমার্টে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, খাস ফুড সিগনেচার সিরিজের ৪০০ গ্রামের একেকটি লাচ্ছা সেমাইয়ে প্যাকেট ৭৯০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাবে পণ্যটির প্রতি কেজির দাম পড়ে প্রায় ২ হাজার টাকা। কথা বলে জানা গেল, এই লাচ্ছা সেমাই ঘিয়ে ভাজা। তাই দামও কিছুটা বেশি। এ ছাড়া এই সুপার শপে অন্যান্য ব্র্যান্ডের ২০০ গ্রামের প্যাকেটজাত সেমাই ৪৫ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।
একই এলাকায় স্বপ্ন সুপারশপে গিয়ে দেখা যায়, ড্যান ফুডসের প্রতি কেজি প্রিমিয়াম লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ১ হাজার ৮০ টাকায়। এখানে এটাই সবচেয়ে বেশি দামের সেমাই।
গুলশান-১ ও বনানী এলাকায় কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, ওয়েল ফুডের লাচ্ছা সেমাইয়ের ৪০০ গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে ২১০ টাকায়। ভারতীয় একটি ব্র্যান্ডের লাচ্ছা সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট ২৪৫ টাকায় বিক্রি হতে দেখা গেল। এ ছাড়া অলিম্পিয়া লাচ্ছা সেমাই ৫০০ গ্রামের প্যাকেট ৩৭০ টাকায়, মিঠাইয়ের লাচ্ছা সেমাইয়ের ২৫০ গ্রামের প্যাকেট ১০০ টাকায় এবং কুলসনের ১৮০ গ্রামের প্যাকেট ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুনকুমিল্লায় ঈদকে সামনে রেখে সেমাই তৈরির ধুম৩ ঘণ্টা আগেমেট্রো ব্র্যান্ডের ১০০ গ্রামের একেকটি প্যাকেজজাত লাচ্ছা সেমাই ৫০ টাকা, কিশোয়ানের ২০০ গ্রাম প্যাকেটজাত লাচ্ছা সেমাই ৭৫ টাকা এবং কুলসনের ২০০ গ্রামের লাল সেমাইয়ের প্যাকেট ৪৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেল।
বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার প্রতি প্যাকেট সেমাইয়ে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সেমাই মূলত ঈদুল ফিতরে বেশি বিক্রি হয়। অনেকটা মৌসুমি পণ্য হওয়ায় এর দাম ওঠানামা নিয়ে কর্তৃপক্ষের নজরদারিও তুলনামূলক কম।
ব্যবসায়ীরা আরও বলছেন, সেমাই তৈরির প্রধান উপাদান ময়দা, সুজি, চিনি আর তেলের দাম বাড়তি থাকার কারণে এবার সেমাইয়ের দাম কিছুটা বেড়েছে।
খাস ফুড সিগনেচার সিরিজের ৪০০ গ্রামের একেকটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট ৭৯০ টাকায় বিক্রি হচ্ছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ২০০ গ র ম
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে নিহত বেড়ে ২০৫৬, এক সপ্তাহের শোক ঘোষণা
মিয়ানমারে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত মানুষের সংখ্যা ৩ হাজার ৯০০। এখনো নিখোঁজ ২৭০ জন। এমন অবস্থায় দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার দেশটির জান্তা সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় শোকের অংশ হিসেবে দেশটিতে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পন থাইল্যান্ডসহ প্রতিবেশী আরও সাতটি দেশে অনুভূত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডেও বহুতল ভবন ধসে পড়াসহ প্রাণহানির ঘটনা ঘটেছে।
ভূমিকম্পে মিয়ানমারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় রয়েছে। শহরটিকে ১৭ লাখ লোকের বসবাস। ভূমিকম্পে সেখানে এমন বিপর্যয় নেমে এসেছে যে সেখানে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম থুবড়ে পড়েছে। মূলত সেখানকার এমন পরিস্থিতি সামনে আসার পর সরকারের পক্ষ থেকে এ শোকের ঘোষণা এল। মান্দালয়ের বাসিন্দারা শুক্রবার থেকে টানা দিনরাত সড়কে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
জাতিসংঘের আবেদন
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাহায্যকারী সংস্থাগুলো বলছে, গৃহযুদ্ধে নাকাল মিয়ানমারের অবস্থা ভূমিকম্পের ঘটনায় আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে রাস্তাঘাটে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে ৮০ লাখ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ।
৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার ৪
মিয়ানমারে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে তাঁদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।