নতুন এআই এজেন্ট: অনলাইন মিটিংয়ে অংশ নেবে, করবে কাজও
Published: 29th, March 2025 GMT
অনলাইন সভা ও কলের সময় তাৎক্ষণিক সহায়তা দিতে তিনটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) এজেন্ট চালু করেছে স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন সেবা ওটার। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ওটার মিটিং এজেন্ট। এটি কণ্ঠস্বরনির্ভর সভা সহকারী। এই এজেন্ট প্রতিষ্ঠানের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে।
ওটার জানিয়েছে, নতুন মিটিং এজেন্ট তাদের আগের এআই মিটিং চ্যাটবটের উন্নত সংস্করণ। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে এজেন্টটির কিছু কার্যকারিতা তুলে ধরা হয়েছে। এতে আগের সংস্করণের পরিচিত কিছু সুবিধা যেমন অনলাইন সভায় স্বয়ংক্রিয়ভাবে যোগ দেওয়া, কথোপকথনের লিখিত অনুলিপি তৈরি করা এবং আলোচনার মূল বিষয়বস্তুর সংক্ষিপ্তসার উপস্থাপন করার সক্ষমতা দেখা গেছে। তবে নতুন সংস্করণটি আরও উন্নত। এটি প্রতিষ্ঠানের মিটিং ভান্ডার বিশ্লেষণ করে তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর দিতে পারবে। ব্যবহারকারীরা কণ্ঠস্বরের মাধ্যমে সরাসরি এজেন্টটির সঙ্গে কথা বলে পরবর্তী সভার সময় নির্ধারণ করতে এবং ই–মেইল খসড়া তৈরির কাজও সম্পন্ন করতে পারবেন। প্রাথমিকভাবে ওটার মিটিং এজেন্ট শুধু জুম–এর জন্য চালু করা হয়েছে এবং এটি ধাপে ধাপে ওটার ডট এআই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি মাইক্রোসফট টিমস ও গুগল মিটে যুক্ত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মিটিং এজেন্টই ছাড়া সেলস এজেন্ট এবং এসডিআর এজেন্ট নামে আরও দুটি নতুন এআই সহকারীও উন্মোচন করেছে ওটার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেলস এজেন্ট সব ভার্চ্যুয়াল সভা প্ল্যাটফর্মে কাজ করবে এবং শুধু ওটারের এন্টারপ্রাইজ সেলস কাস্টমারদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে এসডিআর এজেন্ট সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পণ্য উপস্থাপন করতে সক্ষম। এর জন্য কোনো মানব হস্তক্ষেপের প্রয়োজন হবে না। এটি এরই মধ্যে ওটার এর ওয়েবসাইটে চালু হয়েছে। তবে এজেন্টটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওটারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে নিহত বেড়ে ২০৫৬, এক সপ্তাহের শোক ঘোষণা
মিয়ানমারে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত মানুষের সংখ্যা ৩ হাজার ৯০০। এখনো নিখোঁজ ২৭০ জন। এমন অবস্থায় দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার দেশটির জান্তা সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় শোকের অংশ হিসেবে দেশটিতে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পন থাইল্যান্ডসহ প্রতিবেশী আরও সাতটি দেশে অনুভূত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডেও বহুতল ভবন ধসে পড়াসহ প্রাণহানির ঘটনা ঘটেছে।
ভূমিকম্পে মিয়ানমারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় রয়েছে। শহরটিকে ১৭ লাখ লোকের বসবাস। ভূমিকম্পে সেখানে এমন বিপর্যয় নেমে এসেছে যে সেখানে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম থুবড়ে পড়েছে। মূলত সেখানকার এমন পরিস্থিতি সামনে আসার পর সরকারের পক্ষ থেকে এ শোকের ঘোষণা এল। মান্দালয়ের বাসিন্দারা শুক্রবার থেকে টানা দিনরাত সড়কে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
জাতিসংঘের আবেদন
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাহায্যকারী সংস্থাগুলো বলছে, গৃহযুদ্ধে নাকাল মিয়ানমারের অবস্থা ভূমিকম্পের ঘটনায় আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে রাস্তাঘাটে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে ৮০ লাখ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ।
৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার ৪
মিয়ানমারে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে তাঁদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।