নতুন এআই এজেন্ট: অনলাইন মিটিংয়ে অংশ নেবে, করবে কাজও
Published: 29th, March 2025 GMT
অনলাইন সভা ও কলের সময় তাৎক্ষণিক সহায়তা দিতে তিনটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) এজেন্ট চালু করেছে স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন সেবা ওটার। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ওটার মিটিং এজেন্ট। এটি কণ্ঠস্বরনির্ভর সভা সহকারী। এই এজেন্ট প্রতিষ্ঠানের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে।
ওটার জানিয়েছে, নতুন মিটিং এজেন্ট তাদের আগের এআই মিটিং চ্যাটবটের উন্নত সংস্করণ। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে এজেন্টটির কিছু কার্যকারিতা তুলে ধরা হয়েছে। এতে আগের সংস্করণের পরিচিত কিছু সুবিধা যেমন অনলাইন সভায় স্বয়ংক্রিয়ভাবে যোগ দেওয়া, কথোপকথনের লিখিত অনুলিপি তৈরি করা এবং আলোচনার মূল বিষয়বস্তুর সংক্ষিপ্তসার উপস্থাপন করার সক্ষমতা দেখা গেছে। তবে নতুন সংস্করণটি আরও উন্নত। এটি প্রতিষ্ঠানের মিটিং ভান্ডার বিশ্লেষণ করে তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর দিতে পারবে। ব্যবহারকারীরা কণ্ঠস্বরের মাধ্যমে সরাসরি এজেন্টটির সঙ্গে কথা বলে পরবর্তী সভার সময় নির্ধারণ করতে এবং ই–মেইল খসড়া তৈরির কাজও সম্পন্ন করতে পারবেন। প্রাথমিকভাবে ওটার মিটিং এজেন্ট শুধু জুম–এর জন্য চালু করা হয়েছে এবং এটি ধাপে ধাপে ওটার ডট এআই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি মাইক্রোসফট টিমস ও গুগল মিটে যুক্ত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মিটিং এজেন্টই ছাড়া সেলস এজেন্ট এবং এসডিআর এজেন্ট নামে আরও দুটি নতুন এআই সহকারীও উন্মোচন করেছে ওটার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেলস এজেন্ট সব ভার্চ্যুয়াল সভা প্ল্যাটফর্মে কাজ করবে এবং শুধু ওটারের এন্টারপ্রাইজ সেলস কাস্টমারদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে এসডিআর এজেন্ট সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পণ্য উপস্থাপন করতে সক্ষম। এর জন্য কোনো মানব হস্তক্ষেপের প্রয়োজন হবে না। এটি এরই মধ্যে ওটার এর ওয়েবসাইটে চালু হয়েছে। তবে এজেন্টটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওটারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ফেরিওয়ালা খুন হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পীরের বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নীপেশ তালুকদার (৪২)। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার সুনামপুর গ্রামে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গতকাল রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নীপেশের গ্রামের বাড়ি দিরাইয়ে হলেও সিলেট নগরের জালালাবাদ থানার তেমুখী এলাকায় তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তিনি প্রতিদিন বাইসাইকেল দিয়ে হাটবাজারে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। গতকালও একইভাবে বিক্রি শেষে সন্ধ্যায় তিনি পীরের বাজার এলাকা দিয়ে ফিরছিলেন। বাজারের পশ্চিম পাশে আসামাত্রই কিছু ছিনতাইকারী নীপেশের পথরোধ করে এবং একপর্যায়ে তাঁর বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী গতকাল রাত ১২টায় প্রথম আলোকে বলেন, হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।