গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‍“উপদেষ্টারা এখন বেশি বেশি বিদেশ সফর করছেন। বিপ্লবী সরকারের উচিৎ বিদেশ সফর কমিয়ে গ্রামে গ্রামে মানুষের কাছে যাওয়া। মানুষের কষ্টের কথাগুলো শোনা উচিত তাদের। আপনাদের মনে রাখতে হবে, আপনারা বিপ্লবী সরকার।”

তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দল আশ্রয় দিচ্ছে। এটা করবেন না। এটা করলে শহিদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।” 

শুক্রবার (২৮ মার্চ) ঝিনাইদহে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

জাতিসংঘ শূন্য বর্জ্য দিবস
অধ্যাপক ইউনূসকে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের অভিনন্দন

বাংলাদেশে বিনিয়োগ-উৎপাদন বাড়ানোর আশ্বাস জিনপিংয়ের

ইফতার মাহফিলে ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগেফরাত কামনা করে রাশেদ খান বলেন, “৭১-এ গণহত্যা চালিয়েছিল পাকিস্তান। ২৪-এ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। দেশে আর কোনো গণহত্যা চালানোর সুযোগ দেওয়া হবে না।”

গণঅধিকার পরিষদের তিনটি দাবি তুলে ধরে রাশেদ খান বলেন, “গণহত্যার বিচার করতে হবে। ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। দ্রুত রাষ্ট্র সংস্কার করে ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হবে।”

ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, মুহাদ্দিস রবিউল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর লাবলু, জেলা বিএনপির সহ-সভাপিত ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি রাসেল উদ্দিন ও সরকারি কেসি কলেজের সাবেক প্রফেসর মহব্বত হোমেন টিপু।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট গণহত য

এছাড়াও পড়ুন:

জুলাই হত্যার কিছু মামলার অভিযোগপত্র মের মধ্যে

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৫ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। এ অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৩টি মামলা (মিস কেস) হয়েছে। এগুলোর মধ্যে কিছু মামলার অভিযোগপত্র মে মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ বিষয়ে প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র দেওয়ার পর এ গণহত্যার বিচারপ্রক্রিয়া অচিরেই সুস্পষ্টভাবে দৃশ্যমান হবে। ২৩ মার্চ সচিবালয়ে নিজ কার্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, সরকারের চলমান সংস্কার ও নির্বাচন এবং সাম্প্রতিক সময়ের আলোচিত ‘রিফাইন্ড বা পরিশোধিত আওয়ামী লীগ’ বিষয়ে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের মধ্যে কোনো ‘রিফাইন্ড এলিমেন্ট’ (পরিশোধিত উপাদান) আছে কি না, তা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় আড়াই মাস পর ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত গুম, খুন, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে এই ট্রাইব্যুনালে। যদিও এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য। এ পর্যন্ত ৩০০টির মতো অভিযোগ এসেছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে ২৩টি মামলা (মিস কেস) হয়েছে। এর মধ্যে তিনটি মামলার আসামি শেখ হাসিনা। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর ট্রাইব্যুনাল তা গ্রহণ করলে এসব মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হবে। ২০ মার্চ পর্যন্ত ৫০ জনের মতো আসামি গ্রেপ্তার হয়েছেন।

অধ্যাপক আসিফ নজরুল

সম্পর্কিত নিবন্ধ

  • গণহত্যাকারীদের বিচার হতেই হবে: জামায়াতের আমির
  • জুলাই হত্যার কিছু মামলার অভিযোগপত্র মের মধ্যে