ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে জানালা কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় দুই পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। চোরদের ব্যবহৃত চেতনানাশকে দু’পরিবারের নারীসহ অসুস্থ ৭ জনকে মুমুর্ষ অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে এদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞান করে এই চুরি সংঘটিত হয়।

হাসপাতালে আসা চেতনানাশকে আহতরা হলেন- উপজেলার কোলা ইউনিয়নের বিনোদপুর গ্রামের অসিম ভদ্র, তার মাতা লক্ষী ভদ্র, স্ত্রী সঞ্চিতা ভদ্র ও কন্যা স্মিতা ভদ্র, অপর পরিবারের অরুপ ভদ্র, তার স্ত্রী বিউটি ভদ্র ও বোন পূর্ণিমা ভদ্র।

চিকিৎসকরা বলছেন, তাদের চিকিৎসা চলছে। সবাই এখন আশংকামুক্ত। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার কোলা ইউনিয়নের বিনোদপুর গ্রামে ওই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ভুক্তভোগি পরিবারের সদস্য কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তিথি রানী ভদ্র বলেন, “প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে অসিম ভদ্র ও অরুপ ভদ্রের পরিবার ঘুমিয়ে পড়েন। দিবাগত গভীর রাতে চোরেরা জানালা কেটে ঘরে প্রবেশ করে। দুটি পরিবারের সকল সদস্যদের ঘুমন্ত অবস্থায় চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে। এরপর চোরেরা অসিম ভদ্রের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র এবং অরুপ ভদ্রের বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাব চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে সংঘবদ্ধ চোরেরা দু’টি বাড়ি থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।”

এদিকে শুক্রবার সকাল পেরিয়ে গেলেও কাউকে না দেখে প্রতিবেশিদের সন্দেহ হয়। প্রতিবেশিরা ওই বাড়িতে এসে তাদের ডাকলেও কেউ কোন সাড়া দেয়নি। এরপর প্রতিবেশিরা ঘরের মধ্যে গিয়ে দেখে সবাই অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। আলমারি খোলা, জিনিসপত্র এলোমেলা এবং জানালা কাটা। এ সময় প্রতিবেশিরা অচেতন অবস্থায় ৭ জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.

মুনমুন জানান, বেলা ১১ টার দিকে ৭ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাদের চিকিৎসা চলছে। অনুমান করা হচ্ছে, চেতনানাশক স্প্রে করে তাদেরকে অজ্ঞান করা হয়েছিল।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, চিকিৎসার পর এখন সবাই সুস্থ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, চুরির ঘটনা শুনে সেখানে গিয়েছিলেন। ওই ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। পুলিশ চুরির মালামাল উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

ঢাকা/শাহরিয়ার/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ ল ক র পর ব র র অবস থ য়

এছাড়াও পড়ুন:

মারধরে কলেজশিক্ষকের মৃত্যু, হামলাকারী আটক

কক্সবাজারের উখিয়ায় মারধরে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। দোকান ভাড়া–সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মারধরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাত দেড়টার দিকে উখিয়া সদরের ঘিলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

নিহত শিক্ষকের নাম মোহাম্মদ ইকবাল (৫০)। তিনি উখিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চার শিক্ষক ছিলেন। আটক ব্যক্তির নাম মো. শরিফ প্রকাশ বট্টল (৪৫)। তিনি উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব সিকদারবিল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার জানিয়েছে, এলাকায় কলেজশিক্ষক ইকবালের একটি দোকানে ভাড়াটে হিসেবে রয়েছেন শরিফ। রাতে দোকান ভাড়া–সংক্রান্ত বিষয় নিয়ে শরিফের সঙ্গে ইকবালের কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মোহাম্মদ ইকবালের ওপর হামলা করেন শরিফ। ইকবালের চোখ-মুখ, মাথা, পেটে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন তিনি। হইচই শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ইকবালকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ ইকবালের বড় ছেলে ইফতিয়াজ নুর বলেন, ‘চুক্তির মেয়াদ শেষ হওয়ায় শরিফকে দোকান ছেড়ে দিতে তাগাদা দেওয়া হচ্ছিল। কিন্তু তাতে গড়িমসি শুরু করেন শরিফ। গতকাল রাতে দোকান ছাড়ার কথা নিয়ে বাবার সঙ্গে তর্কে জড়ান তিনি। হাতাহাতির এক পর্যায়ে বাবা মাটিতে লুটিয়ে পড়লে তাঁর মাথা-মুখ ও পেটে লাথি মারতে থাকেন শরিফ। এতে বাবার মৃত্যু হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন বলেন, হত্যায় অভিযুক্ত মো. শরিফকে আটক করা হয়েছে। কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ