ব্যাপক সমালোচনা ও স্থানীয়দের তীব্র অসন্তোষ উপেক্ষা করে গ্রিনল্যান্ড সফরে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী ঊষা ভ্যান্স। 

শুক্রবার সকালে গ্রিনল্যান্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পিটুফিক স্পেস বেস পরিদর্শনের জন্য রওনা দেন তারা। তাদের এ সফরে আরও যুক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, জ্বালানি উপদেষ্টা ক্রিস রাইট এবং সিনেটর মাইক লি। তাদের এ সফরকে গ্রিনল্যান্ডে মার্কিন প্রভাব বৃদ্ধির কৌশল হিসেবে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে ঊষা ভ্যান্স ও তাঁর ছেলে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে কুকুর-স্লেজ প্রতিযোগিতা দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে, সফরের ব্যাপক নিরাপত্তা এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের তাদের সঙ্গে যোগ দেওয়ার পর বিষয়টি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। প্রবল সমালোচনার মুখে সফরের সাংস্কৃতিক কার্যক্রম বাতিল করে শুধু সামরিক ঘাঁটি পরিদর্শনের পরিকল্পনা রাখা হয়। সিএনএন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পটকা ফোটানো নিয়ে সংঘর্ষে যশোরে কিশোর খুন

যশোরে পটকা ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলিদ (১৯) নামে এক কিশোর খুন হয়েছে। আহত হয়েছে আরও ৪ কিশোর। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বিরামপুর ব্রিজের ওপর আপন, রাশেদুল ও শামীম নামে তনজন পটকাবাজি ফোটাচ্ছিল। এ সময় সেখান দিয়ে যাচ্ছিল অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী নামে কয়েকজন। তারা দাবি করে, পটকা তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এ সময় অলিদসহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারপিট ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে আপনের বাবা রিপন আলী সেখানে গেলে তাকেও ছুরি মেরে আহত করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অলিদ গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা আহত আপন, তার বাবা রিপন আলী, শামীম, অলিদ ও রাশেদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অলিদ। আহতদের মধ্যে রাশেদুলকে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আপন, তার বাবা রিপন আলী ও শামীম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, পটকা ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ