ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে, যানজট নেই। যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। এসময় সেতু পারাপার করেছে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন। 

মহাসড়কের সংশ্লিষ্টরা জানান, গত বৃহস্পতিবার বিকেলের পর থেকে পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার কারণে যানবাহনের চাপ বাড়তে থাকে মহাসড়কে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অংশে বৃহস্পতিবার রাত থেকে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। শুক্রবার দুপুরের পর যানবাহনের আরো চাপ বেড়েছে। 

আরো পড়ুন:

রাতে থেমে থেমে যানজট, সকালে স্বস্তি মহাসড়কে 

চন্দ্রায় ১০ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজট

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার করেছে যমুনা সেতু। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০টাকা। অপরদিকে, ঢাকাগামী ১৭ হাজার ৯৩৭টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‍“ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই দুইটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/কাওছার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন ঈদ উৎসব

এছাড়াও পড়ুন:

২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৮ লাখ টাকার টোল আদায়

ঢাকা-রংপুর মহাসড়কে বেড়েছে ঈদে ঘরমুখী মানুষের চাপ। ঈদ-যাত্রীদের বহনকারী দূরপাল্লা ও স্বল্প-পাল্লার যানবাহনের সংখ্যাও বেড়েছে। এতে যমুনা সেতুর টোল আদায়ে উল্লম্ফন দেখা গেছে।

সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান বিবিএর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে ৪৮ হাজার ৩৩৫টি হালকা ও ভারী যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে সেতু পারাপার হয়েছে ৩০ হাজার ৩৯৮টি।

অন্যদিকে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে কিন্তু পার হয়েছে ১২ হাজার ৬৭৫টি। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫ হাজার ৯০০ টাকা। 

বিবিএর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গত দুইদিন ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ বেড়েছে। গতদিনের তুলনায় ঢাকা ও উত্তরাঞ্চল অভিমুখে ১৩ হাজারের বেশি যানবাহন সেতু পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বাইক, বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন) সেতু পারাপার হয়েছে ৪০ হাজার ৩৩৫টি গাড়ি। এদিকে যানবাহনের চাপ বাড়লেও সেতুর উভয়দিকে ধীরগতি বা যানজট নেই।

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদের ছুটি শুরুর পর ২৪ ঘণ্টায় সর্বোচ্চ যানবাহন পার হলো যমুনা সেতু
  • ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৮ লাখ টাকার টোল আদায়