প্রথম আলো:

এর আগে কি তাহলে কেউ আপনাকে এভাবে উপস্থাপন করতে পারেনি?

তাসনিয়া ফারিণ : বিষয়টা মোটেও সেরকমও না। ব্যাটে–বলে কোনো প্রজেক্ট সেভাবে মেলেনি। আমি তো ওটিটিতে অনেক কাজ করছি, কিন্তু হাউ সুইট পুরোপুরি সিনেম্যাটিক স্বাদের ওয়েব ফিল্ম। অ্যাকশন, রম–কম মিলে দারুণ একটা কিছু। এ ধরনের কাজ তো আগে হয়নি। যেহেতু হয়নি, সেহেতু আমারও করা হয়নি। এটাকে আমার অভিনয়জীবনের আরেকটা নতুন অধ্যায় মনে করছি।

প্রথম আলো :

‘ইনসাফ’–এর কী খবর?

তাসনিয়া ফারিণ : এটা নিয়ে এখনো আমার কিছু বলার নেই। ‘ইনসাফ’ নিয়ে আমার কথা বলাও নিষেধ। সময় হলে সবাই তা জানতে পারবে।

প্রথম আলো :

ঈদে এবার কতটি নাটকে দেখা যাবে আপনাকে?

তাসনিয়া ফারিণ : দুই–তিনটা নাটক আসতে পারে; কিন্তু আমি কিছুই জানি না। যেগুলো প্রচারিত হবে সেগুলোও অনেক আগের শুটিং করা। এ বছর কোনো নতুন নাটকের শুটিং করিনি।

আরও পড়ুনসব মিলিয়ে বিয়েটা আমার জন্য আশীর্বাদ: তাসনিয়া ফারিণ২৯ সেপ্টেম্বর ২০২৩প্রথম আলো:

শোনা যাচ্ছে, চলচ্চিত্র অভিনয় করবেন, তাই নাটকের কাজ কমিয়ে দিচ্ছেন?

তাসনিয়া ফারিণ : একটা কাজের প্রস্তুতির জন্য আসলে আমি ছোট পর্দার কাজ করিনি। এর মধ্যে শুটিং করেছি শুধু ‘হাউ সুইট’–এর। কোন কাজের জন্য আমি নাটকের শুটিং করিনি, তা খুব শিগগিরই সবাই জানতেও পারবেন। তবে আমি সময়–সুযোগ পেলে নাটকের কাজও করতে চাই।

তাসনিয়া ফারিণ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল ন টক র

এছাড়াও পড়ুন:

ঈদের নামাজ পড়ে শহীদ পরিবারের বাড়িতে গেলেন বিএনপির নেতা জহির

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ