২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৮ লাখ টাকার টোল আদায়
Published: 29th, March 2025 GMT
ঢাকা-রংপুর মহাসড়কে বেড়েছে ঈদে ঘরমুখী মানুষের চাপ। ঈদ-যাত্রীদের বহনকারী দূরপাল্লা ও স্বল্প-পাল্লার যানবাহনের সংখ্যাও বেড়েছে। এতে যমুনা সেতুর টোল আদায়ে উল্লম্ফন দেখা গেছে।
সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান বিবিএর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে ৪৮ হাজার ৩৩৫টি হালকা ও ভারী যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে সেতু পারাপার হয়েছে ৩০ হাজার ৩৯৮টি।
অন্যদিকে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে কিন্তু পার হয়েছে ১২ হাজার ৬৭৫টি। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫ হাজার ৯০০ টাকা।
বিবিএর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গত দুইদিন ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ বেড়েছে। গতদিনের তুলনায় ঢাকা ও উত্তরাঞ্চল অভিমুখে ১৩ হাজারের বেশি যানবাহন সেতু পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বাইক, বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন) সেতু পারাপার হয়েছে ৪০ হাজার ৩৩৫টি গাড়ি। এদিকে যানবাহনের চাপ বাড়লেও সেতুর উভয়দিকে ধীরগতি বা যানজট নেই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইতিবাচক মানসিকতায় সর্বদা ফ্রন্ট ফুটে থাকতে চাই: সিমন্স
স্বল্প সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফিল সিমন্সের। বোর্ডের মন জয় করে দুই বছরের জন্য চাকরি পাকাপাকি করেছেন। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে নতুন পথচলা শুরু হয়েছে তার। কিন্তু নতুন অ্যাসাইনমেন্টের শুরুটা খুব একটা ভালো হয়নি। সিলেটে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৯১ রানে গুটিয়ে গেছে প্রথম ইনিংসে। গা-ছাড়া ক্রিকেটে এলোমেলো পারফরম্যান্সে হয়েছে ভরাডুবির পারফরম্যান্স।
‘‘আমরা অনেক বেশি ইতিবাচক খেলার চেষ্টা করছি। টেস্ট ক্রিকেটে আমরা পিছিয়ে থাকি এবং দলগুলিকে আমাদের দিকে আসতে দেই (আক্রমণ)। এখন আমাদের এগিয়ে যেতে হবে। ব্যাটসম্যানদের জন্য এটা ভালো হয়নি, কিন্তু তারা সেটা করার চেষ্টা করছিল। মাঝে মাঝে সময় লাগে। আমরা এখন এভাবেই ক্রিকেট খেলতে চাই। সব প্রতিপক্ষের বিপক্ষে সর্বদা ফ্রন্ট ফুটে খেলতে প্রস্তুত থাকতে চাই।’’
পরিকল্পনামাফিক কাজ হয়নি তা স্বীকার করে নিয়েছেন প্রধান কোচ। কামব্যাকের সুযোগ থাকায় সেদিকেই তাকিয়ে তিনি, ‘‘গতকাল আমাদের যে কাজটা করার কথা ছিল তা করতে পারিনি। টেস্টের প্রথম দিনে এমন কিছু হয়েছে। আমাদের কামব্যাকের সুযোগ আছে। আমরা ভালো বোলিংও করিনি। আশা করছি আমরা আজ সকালে ভালো শুরু করতে পারব।’’
আরো পড়ুন:
জাতীয় দলের বাইরে রিসোর্স কম, মনে করিয়ে দিলেন সালাউদ্দিন
ব্যর্থতা স্বীকারের সঙ্গে বাস্তবতার আয়নায় সালাউদ্দিন
সিমন্সের কথা রেখেছেন পেসাররা। গতির ঝড় তুলে নাহিদ রানা পেয়েছেন ২ উইকেট। আরেক পেসার নিয়ন্ত্রিত লাইন ও লেন্থ ধরে রেখে বোলিংয়ে করায় পেয়েছেন ১ উইকেট। দুই পেসারের সঙ্গে খালেদ আহমেদও ছড়িয়েছেন দ্যুতি। ধারাবাহিকতা ও পেশাদারিত্ব ধরে রাখার কথা বললেন সিমন্স, ‘‘আমরা সকালে কিভাবে, কোন প্রতিক্রিয়ায় অ্যাপ্রোচ করি তা দেখতে হবে। এটা নিশ্চিতভাবেই ধারাবাহিকতা ও পেশাদারিত্ব দিয়ে করতে হবে। আমরা যদি ভালো লাইন ও লেন্থ ধরে রাখতে পারি তাহলে নিশ্চিতভাবেই ভালো হবে।’’
প্রস্তুতি এবং সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট সিমন্স, ‘‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে এবং এখানে সুযোগ-সুবিধা ভালো ছিল। যেটা হয়ে গেছে সেটা ফেরানো সম্ভব নয়। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।’’
সিলেট/ইয়াসিন/আমিনুল