ঢাকা-রংপুর মহাসড়কে বেড়েছে ঈদে ঘরমুখী মানুষের চাপ। ঈদ-যাত্রীদের বহনকারী দূরপাল্লা ও স্বল্প-পাল্লার যানবাহনের সংখ্যাও বেড়েছে। এতে যমুনা সেতুর টোল আদায়ে উল্লম্ফন দেখা গেছে।

সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান বিবিএর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে ৪৮ হাজার ৩৩৫টি হালকা ও ভারী যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে সেতু পারাপার হয়েছে ৩০ হাজার ৩৯৮টি।

অন্যদিকে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে কিন্তু পার হয়েছে ১২ হাজার ৬৭৫টি। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫ হাজার ৯০০ টাকা। 

বিবিএর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গত দুইদিন ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ বেড়েছে। গতদিনের তুলনায় ঢাকা ও উত্তরাঞ্চল অভিমুখে ১৩ হাজারের বেশি যানবাহন সেতু পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বাইক, বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন) সেতু পারাপার হয়েছে ৪০ হাজার ৩৩৫টি গাড়ি। এদিকে যানবাহনের চাপ বাড়লেও সেতুর উভয়দিকে ধীরগতি বা যানজট নেই।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৮ লাখ টাকার টোল আদায়

ঢাকা-রংপুর মহাসড়কে বেড়েছে ঈদে ঘরমুখী মানুষের চাপ। ঈদ-যাত্রীদের বহনকারী দূরপাল্লা ও স্বল্প-পাল্লার যানবাহনের সংখ্যাও বেড়েছে। এতে যমুনা সেতুর টোল আদায়ে উল্লম্ফন দেখা গেছে।

সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান বিবিএর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে ৪৮ হাজার ৩৩৫টি হালকা ও ভারী যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে সেতু পারাপার হয়েছে ৩০ হাজার ৩৯৮টি।

অন্যদিকে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে কিন্তু পার হয়েছে ১২ হাজার ৬৭৫টি। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫ হাজার ৯০০ টাকা। 

বিবিএর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গত দুইদিন ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ বেড়েছে। গতদিনের তুলনায় ঢাকা ও উত্তরাঞ্চল অভিমুখে ১৩ হাজারের বেশি যানবাহন সেতু পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বাইক, বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন) সেতু পারাপার হয়েছে ৪০ হাজার ৩৩৫টি গাড়ি। এদিকে যানবাহনের চাপ বাড়লেও সেতুর উভয়দিকে ধীরগতি বা যানজট নেই।

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদের ছুটি শুরুর পর ২৪ ঘণ্টায় সর্বোচ্চ যানবাহন পার হলো যমুনা সেতু
  • যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৪৮ হাজার যানবাহন পারাপার