মিয়ানমারের জান্তা সরকার তাদের বৈধতা ও আসন্ন নির্বাচন নিয়ে সমর্থনের জন্য অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করবে। তারই অংশ হিসেবে আগামী সপ্তাহে বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন মিয়ানমার জান্তাপ্রধান মিন অং হ্লাইং।
সফর সম্পর্কে অবগত তিন কর্মী শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মিন অং হ্লাইং বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে সাধারণ নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে। মিয়ানমারে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে জান্তা সরকার।
আগামী ৩ ও ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। সম্মেলন চলাকালে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছে তাঁর প্রশাসন। সম্মেলনে জান্তাপ্রধানের অংশগ্রহণ একটি বিরল ঘটনা হতে যাচ্ছে। রয়টার্স।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ন ত সরক র
এছাড়াও পড়ুন:
বড়াইগ্রামে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, রংমিস্ত্রি নিহত
নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ (১৮) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ বড়াইগ্রাম থানা মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।
স্থানীয়রা জানান, আবদুল্লাহ সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীকোল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দুরে ঈদগাহ এলাকায় যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনরা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।